২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:১১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
ধনী গরীব ভাই ভাই, যা পাই, একসাথে খাই” এই স্লোগানকে ধারণ করে গত বছরের ন্যায় এ বছরও “ডাল-ভাত” নামক এক ব্যতিক্রমী প্রজেক্ট উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দূর্বার তারুণ্য’।
আজ বুধবার (১৯ শে এপ্রিল) সকাল ১১ টায় নগরীর ৩৭ নং ওয়ার্ডের আনন্দবাজারে ৩’শ এর অধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়। দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষকে ভালোবাসাই আমাদের লক্ষ্য। তারই ধারাবাহিকতায় দূর্বার তারুণ্য এর সবগুলো কাজে আমরা থাকার চেষ্টা করি। তাদের অভিনব ধারণাগুলো সমাজ ও দেশে সামাজিক অঙ্গনে নতুন পথের সূচনা করে। গত বছরও এই এলাকায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা বিশ্বাস করি,একটা মানুষের ঘরে যদি চাল আর ডাল থাকে, তাহলে বাকিটা তিনি জোগাড় করে পেট পুড়ে ভাত খেতে পারবেন। যদিও আমাদের প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ ও তেল দেয়া হয়েছে। আমাদের লক্ষ্য একটাই মানুষ যেন খাবারের কষ্ট ভোগ না করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কালাম আজাদ, সালাউদ্দিন বাবর, মুহাম্মদ আবু আদিল,রেজাউল করিম মামুন, হযরত আলী মোবারক, রকি দাশ, কামরুল ইসলাম, রাকিব হাসান অনিক, শাফায়েত মোর্শেদ, হাকিমুল হাসান, বিজয় ইসলাম, আলী হোসেন, মো: মামুনসহ দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
Leave a Reply