৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ৮:০৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিপ্লব নিয়োগী তন্ময়ঃ নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
শহীদ মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলন, এই শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ৬ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নবীনগর পৌরসভার মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন।
যাদের নামে মামলা হয়েছে তারা হলেন, মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল), আলহাজ্ব মোহাম্মদ জ. ই বুলবুল (সিনিয়র সাংবাদিক ও লেখক),এশিয়ান টিভি ও দেশরুপান্তর। এবং
সহ-সভাপতি নবীনগর প্রেসক্লাব।
সাবিনা ইয়াসমিন পুতুল (দৈনিক ভোরের সময়),
মোঃ বাবুল (দৈনিক আমার সংবাদ),মমিনুল হক রুবেল (দৈনিক স্বাধীন বাংলা), মোঃ সফর মিয়া (দৈনিক বর্তমান)।
নবীনগর প্রেসক্লাবের দুই সদস্যসহ ৬ সংবাদকর্মীর নামে মামলা দায়ের কেউই মেনে নিতে পারছে না এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হচ্ছেন জেলা ও উপজেলার সংবাদ কর্মীরা।
Leave a Reply