১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৭:৪০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএএর ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজি নং বি ১৩২০ এর কল্যাণ তহবিলের নানা খাতে আয় কৃত ২৫ লক্ষ ২৮ হাজার১০৩ টাকা পর্যায়ক্রমে আত্মসাৎ এর দায়ে সিবিএ সভাপতিসহ বর্তমান সিবি এর সহযোগী কমিটি ও সাবেক ফ্লোটিং এর ৮ নেতার নামে মামলা দায়ের হয়েছে।
মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলাটি দায়ের করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং নং বি ১৩২০ এর আহবায়ক মোহাম্মদ ওসমান গনি । এই মামলায় বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব্র্যাকেডের সিবিএ সভাপতিসহ সিবিএর সহযোগী কমিটির ও ফ্লোটিং এর সাবেক ৮ জন নেতাকে আসামি করা হয়েছে।
গত ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মাননীয় তৃতীয় শ্রম আদালত ঢাকায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং ০১/২০২৩ ধারা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৯৬ ও ২৯৮। মামলায় অভিযোগ করা হয়েছে যে,আসামি মোঃ আলাউদ্দিন ড্রাইভার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ, চৌধুরী মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ খবির উদ্দিন বিশ্বাস লিভারম্যান সাবেক সদস্য মোঃ গোলাম মোস্তফা মাস্টার, সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মাস্টার, সাবেক ঊর্ধ্বতন সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম মাস্টার, সাবেক কোষাধক্ষর , আবুল হোসেন সভাপতি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ বি ২১৭৬ ও মোঃ সাব্বির খান দোকান
পরিচালনাকারীগণ পরস্পর জোক সাজোসে বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন এর কল্যাণ তহবিলের নামে বরাদ্দকৃত দোকান ভাড়া ও চাঁদা বাবদ সর্বমোট ২৫ লক্ষ ২৮ হাজার একশত তিন টাকা আদায় করে ইউনিয়নের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
বিষয়টি আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট ধরা পড়লে তাদেরকে আত্মসাৎকৃত টাকা ইউনিয়নের তহবিলে জমা দিতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা টাকা জমা দেননি। ফলে ফ্লোটিং ইউনিয়নের সভায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা তৃতীয় শ্রম আদালতে বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
Leave a Reply