1. md.zihadrana@gmail.com : admin :
গরুর ফ্যাশন শো দেখতে হাজারো মানুষের ভীড়! - দৈনিক সবুজ বাংলাদেশ

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:১৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
গুলশানে স্পা অন্তরালে দিনে ও রাতে চলছে বাহারের ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বাণিজ্য জগতে বিশেষ অবদানের জন্য এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২৪ পেলেন হোটেল রয়্যাল প্যালেসের কর্তা আশরাফুল সেখ বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিল যাত্রাবাড়ী থানার ওসি অপারেশন মামুন ডেমরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার দুই ব্যাক্তি সমবায় অধিদপ্তরের কামাল-মিজান-রুহুল-জয়নাল-শাকিল চক্রের ইন্ধনে এমসিসিএইচএসএল-এ লুটপাট ! শার্শায় সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ত্রিশাল সরকারি নজরুল কলেজ মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম-দূর্নীতি নেপথ্যে প্রভাষক আজিজুল ইসলাম হিট অ্যালার্ট এর কারনে ডিএমপি কমিশনার এর নির্দেশে ভাটারা থানায় বিশুদ্ধ পানি বিতরন আশরাফুলকে ডুবিয়ে বহু অপকর্মের হোতা তত্ত্বাধায়ক প্রকৌশলী কায়কোবাদ এখন ঢাকায়
গরুর ফ্যাশন শো দেখতে হাজারো মানুষের ভীড়!

গরুর ফ্যাশন শো দেখতে হাজারো মানুষের ভীড়!

 

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-

ফ্যাশন শো বলতে মূলত আমরা বুঝি আধুনিক পোষাকের প্রদর্শনী এমন এক অনুষ্ঠান। তবে এই ফ্যাশন শো”র আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন, ফ্যাশন শো’টি হলো গরুর ফ্যাশন শো। মোটা তাজা সব সুন্দর সুন্দর গরু দিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বাহারি রঙয়ের আকর্ষনীয় গরুর ছিল হরেক নাম এই যেমন কারোটির নাম বিগশো, কারোটির বস এভাবেই আরো কত কি? আর এমন আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল চট্টগ্রামে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ৩২টি ক্যাটেল ফার্মের শতাধিক গরু অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে। চারিদিকে বেড়া দিয়ে গরু প্রদর্শনীর জন্য স্টেজ বানানো হয়, ঠিক যেমন হয় মানুষের ফ্যাশন শোতে। অনুষ্ঠানে প্রতিটি গরুই ছিল দেখার মত, গরুগুলোকে কেউ সাজিয়েছিল রাজাবিরাজদের পোশাকে, কেউবা আবার পুতির মালা ঝুলিয়েছিল গরুর গলায়, কারো গরুর মাথায় ছিল প্লাস্টিকের সোনালী টিকলি কেউবা আবার গরুর মাথায় লাগিয়েছিল কাশফুল। এভাবেই একে একে খামারিরা দড়ি হাকিয়ে বাশি বাজিয়ে যে যার গরুকে সবার মাঝে প্রদর্শন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »