1. md.zihadrana@gmail.com : admin :
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আনাস-হাকিম - দৈনিক সবুজ বাংলাদেশ

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ । ভোর ৫:৩৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
ডেমরায় ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছেন টিআই মৃদুল পাল বরিশালের জিএস ল্যাবরেটারীজ আয়ুর্বেদিক এর কথিত চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের বিরুদ্ধে এলএমএল পদ্ধতিতে ঔষধের উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি সংগঠিত রফিকুল ইসলাম সিয়াম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সম্পদ দেশ-বিদেশে: আছে অর্থ পাচারের তেলেসমতি যাত্রাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী দেলোয়ার  কর্তৃক সাংবাদিকের হুমকির প্রতিবাদে  মানববন্ধন বনের জমিতে দেড় শতাধিক কারখানা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বোমা হামলা সুপ্রীম কোর্টে কজলিস্টে অভিনব জালিয়াতি
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আনাস-হাকিম

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আনাস-হাকিম

এম,এ,এস হুমায়ুন কবার,স্টাফ রিপুর্টারঃ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং শেয়ার বাজার নিউজের বিজনেস প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস। এছাড়া সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও দৈনিক মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হাকিম।

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নিজস্ব অফিস কক্ষে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

এ দিন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল করিম, সমিতির সদ্য বিদায়ী দুই সভাপতি (ছয় মাস করে ছিলেন) নাসমুস সাকিব ও বিল্লাল হোসেন সাগর এবং সাবেক সভাপতি তবিবুর রহমান।

এদিকে, নির্বাচনে সহ-সভাপতি পদে ঢাকা পোস্টে’র ক্যাম্পাস প্রতিবেদক রাকিবুল হাসান তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলাভিশনের সাঈদুর রহমান তানভীর। পাশাপাশি অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন।

অন্যদিকে দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওবাইদুর সাঈদ এবং নির্বাহী সদস্য পদে স্পাইস টেলিভিশনের ফরহাদ বিন নূর, একুশে টেলিভিশন অনলাইনের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল কাইউম ও ইত্তেফাকের নাসরুল্লাহ শাকুরি নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজ যেমন উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক তেমনিভাবে এ প্রতিষ্ঠানের সাংবাদিক সমিতিও ঐতিহ্যবাহী সংগঠন। আমার সমিতির নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ- তারা ইতিবাচকভাবে কলেজকে তুলে ধরবে।

প্রশাসনের কর্মকাণ্ডে ত্রুটি থাকলে সেটাও তুলে ধরার বিষয়ে তাদের অবাধ স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি চাই ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে সংগঠিত সাংবাদিকরা ক্যাম্পাসে সবসময় একত্রে কাজ করুক। আশা করছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »