1. md.zihadrana@gmail.com : admin :
বিএনপি দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয় - দৈনিক সবুজ বাংলাদেশ

১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ৯:১৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আলী মিঠুল যুবলীগ নেতা হত্যার প্রধান অভিযুক্ত হতে চায় ভাইস চেয়ারম্যান সারহাম সাদিদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক নির্বাচিত যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা এমপির স্বজন পরিচয় দেয়া ড্রাইভারের কব্জায় রিকশাচালকের জমি জামিনে মুক্তি পেলেন প্রক্টর দ্বীন ইসলাম প্রতারক সালমান মুন্সি (তুহিন) আগের বৌকে ডিভোর্স না দিয়ে অন্যের বৌ নিয়ে ঘর সংসার সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি.আগষ্টিন পিউরিফিকেশন ডেমরায় ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছেন টিআই মৃদুল পাল বরিশালের জিএস ল্যাবরেটারীজ আয়ুর্বেদিক এর কথিত চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের বিরুদ্ধে এলএমএল পদ্ধতিতে ঔষধের উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ
বিএনপি দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়

বিএনপি দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক॥
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি এখন গণধিকৃত দল। আর এমন দল দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়।

মঙ্গলবার দপুরে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ এ কর্মহীন, ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি একদিন একটা বড় মিছিলও করতে পারেনি। অথচ তারা আবার গণঅভ্যুত্থানের ভয় দেখান। গণঅভ্যুত্থান করতে সংগঠনের শক্তি লাগে, মানুষের ভালবাসা লাগে, জনগণের সম্পৃক্ততা লাগে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅভ্যুত্থানের কথা বলেন। গণধিকৃত দল দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়। আপনাদের নেতাদের পায়ের তলায় মাটি নেই। তারা দুর্নীতিতে নিমজ্জিত। বিরোধী দলে থেকে পেট্রল বোমা দিয়ে মানুষ মেরেছেন। হাওয়া ভবন করে তারেক জিয়ারা হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে। আবার বাংলাদেশে গণঅভ্যুত্থান করবে!

এনামুল হক শামীম আরও বলেন, গণঅভ্যুত্থান হয়েছিল ৬৯ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে। পূর্ব বাংলার সাড়ে ৭ কোটি মানুষ তার সঙ্গে ছিল। গণঅভ্যুত্থান হয়েছিল ৯০ এ এবং ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে। মীর্জা ফখরুল সাহেব, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ইচ্ছে করলেই ধাক্কা দিয়ে ফেলতে পারবে না।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার ও আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »