1. md.zihadrana@gmail.com : admin :
সন্ত্রাসী মজিবুরের কর্মকাণ্ডে অতিষ্ট উত্তর ষোলপাড়া গ্রামের সাধারণ মানুষ - দৈনিক সবুজ বাংলাদেশ

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১:৪১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
সমবায় লুটে আগষ্টিন পিউরিফিকেশনের সম্পদের পাহাড়ের উৎস কোথায় ? গুলশানে স্পা অন্তরালে দিনে ও রাতে চলছে বাহারের ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বাণিজ্য জগতে বিশেষ অবদানের জন্য এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২৪ পেলেন হোটেল রয়্যাল প্যালেসের কর্তা আশরাফুল সেখ বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিল যাত্রাবাড়ী থানার ওসি অপারেশন মামুন ডেমরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার দুই ব্যাক্তি সমবায় অধিদপ্তরের কামাল-মিজান-রুহুল-জয়নাল-শাকিল চক্রের ইন্ধনে এমসিসিএইচএসএল-এ লুটপাট ! শার্শায় সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ত্রিশাল সরকারি নজরুল কলেজ মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম-দূর্নীতি নেপথ্যে প্রভাষক আজিজুল ইসলাম হিট অ্যালার্ট এর কারনে ডিএমপি কমিশনার এর নির্দেশে ভাটারা থানায় বিশুদ্ধ পানি বিতরন
সন্ত্রাসী মজিবুরের কর্মকাণ্ডে অতিষ্ট উত্তর ষোলপাড়া গ্রামের সাধারণ মানুষ

সন্ত্রাসী মজিবুরের কর্মকাণ্ডে অতিষ্ট উত্তর ষোলপাড়া গ্রামের সাধারণ মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার দখল বাজ সন্ত্রাসী ভূমি দুস্যু সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের মুজিবুর গং। ভুক্তভোগী এমনি একটি লিখিত অভিযোগ করেছেন সোনারগাঁ থানায় শফিকুল ইসলাম নামে একজন। অভিযোগ থেকে জানা যায় দালাল চক্রের প্রধান মুজিবর ভুক্তভোগীর পাশের বাড়ির জাহাঙ্গীর ও রেহেনা নামক অসহায় গরীব লোকের বাড়ির উপর দিয়ে জোড় করে বিদ্যুৎ তের সঞ্চালনের তার নিতে যায়।বাড়ী ওয়ালা একটু অন্য দিক দিয়ে তার নেয়ার জন্য বলায় তাদেরকে হেনাস্তা করেন।তাদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন ছোটে আসেন। সন্ত্রাসী মুজিবকে দেখে ভয়ে কেউ এগিয়ে আসেনি।

অভিযোগ কারী শফিকুল ইসলাম তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকে মুজিবর লোহার শাফাল নিয়ে তেরে আসেন প্রাণে মারার জন্য কোন রকম ঐ সময় বেঁচে যান। উপস্থিত লোকজনের সমুখে অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং পড়ে দেখে নেয়ার হুমকি প্রদান করেন নারী কেলেংকারী মুজিবর গং।
বর্তমানে ভুক্তভোগীরা সন্ত্রাসী দের ভয়ে আতংকে জীবন যাপন করেছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত (ওসি) এস এম শফিকুল বলেন তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে তদন্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় গতকাল সোমবার তদন্তে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভূমি দুস্যু মুজিবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »