তারিখ লোড হচ্ছে...

তিতুমীর কলেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের নয়া কমিটি

হুমায়ুন কবিরঃ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ ফোরামে নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজের ১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ উল্লাহ সবুজকে আহবায়ক ও ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হাছান সাকিবকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে কমিটি ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যানের প্রধান উপদেষ্টা রায়হান মাহমুদ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আশা করছি তারা তাদের মেধা দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে আমাদের জেলা ছাত্রকল্যান ফোরামকে শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলবেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সর্বদা তাদের পাশে থাকবে এবং ঢাকার বুকে একখণ্ড ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ করে রাখবেন। সর্বোপরি জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাবে এই প্রত্যাশা রাখি।’
ছাত্রকল্যাণ ফোরামের কার্যক্রম সম্পর্কে নতুন আহবায়ক আমজাদ উল্লাহ সবুজ বলেন, সবাইকে একসাথে নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রকল্যাণ সংগঠনকে তিতুমীরের বুকে একটা সুসংগঠিত সংগঠন হিসেবে তুলে ধরতে চাই। আমাদের পূর্বের ভালো মন্দ বিষয়গুলো ভালোভাবে বিবেচনায় নিয়ে সবার সবার সহযোগিতায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
ছাত্রকল্যাণের সদস্য সচিব বায়েজিদ হাছান সাকিব বলেন, সকল প্রশংসা মহান আল্লাহ তা’আলার। শিক্ষা ও সংস্কৃতির পূন্যভূমি জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বরাবরই এগিয়ে। তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে ছাত্রদের কল্যাণমূলক কাজ করে যেতে চাই। ছাত্রকল্যাণের শিক্ষার্থীদের কলেজের শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো।

বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। কি কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

 

সবা:স:জু-১৩৮/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম