তারিখ লোড হচ্ছে...

সঞ্জু সামসন ও তিলক ভার্মার ঝড়ো শতক

খেলা ডেস্ক:

সঞ্জু সামসন ও তিলক ভার্মার ঝড়ো শতকে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভারত। তৃতীয় টি টোয়েন্টিতে ১৩৫ রানের বড় জয় পেয়েছে সুর্যকুমার যাদবের দল।

জোহানেসবার্গে আগে ব্যাটিংয়ে নেমে, প্রথম থেকেই ব্যাটে ঝড় তোলেন অভিষেক শর্মা ও সঞ্জু সামসন। ৩৬ রানে ফেরেন অভিষেক। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে প্রোটিয়া বোলারদের হাতুড়িপেটা করেন সামসন।

টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করলেন সঞ্জু। তিলক তুলে নেন টানা দ্বিতীয় শতক। সঞ্জু ১০৯ ও তিলক ১২০ রানে অপরাজিত, তাদের অবিচ্ছিন্ন ২১০ রানের এ জুটি টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি। ভারতের সংগ্রহ দাড়ায় ২৮৩ যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। জবাবে ১৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তিস্তান স্টাবস ৪৩ ও ডেভিড মিলার করেন ৩৬ রান।

 

সবা:স:জু-১২৪/২৪

তুরস্কে বেশ কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হলো গায়েবি জানাজা

আন্তর্জাতিক ডেস্কঃ

তুরস্কের ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হয়েছে গায়েবি জানাজা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর গায়েবি জানাজায় অংশ নেন দেশটির হাজারও মানুষ। খবর রয়টার্সের।

জানা গেছে, ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনায় হেতে, আদিয়ামান, দিয়ারবাকির, আদানাসহ আরও কয়েকটি শহরে হয় এ বিশেষ প্রার্থনা। ভূমিকম্পে বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় মসজিদের সামনের প্রাঙ্গনেই হয় জানাজার নামাজ।কাহরা-মানমারাস শহরে ঝুঁকিপূর্ণ একটি মসজিদ ভবনের সামনে জানাজায় অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ।

প্রসঙ্গত, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এখনও নিখোঁজ বহু মানুষ। পূর্ণ ধর্মীয় রীতি মেনে সম্ভব হয়নি উদ্ধারকৃত হাজার হাজার মরদেহের দাফন। বেশিরভাগেরই ঠাঁই হয়েছে গণকবরে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম