তারিখ লোড হচ্ছে...

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে ভূমি ব্যবস্হাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী মো: সৌরভ ইসলাম মৃধা-কে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনির হোসেন-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির উপদেষ্টা মন্ডলীদের সম্মতিক্রমে ১৫ নভেম্বর এই কমিটি অনুমোদন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র ও জেলা ছাত্রকল্যাণ-এর প্রধান উপদেষ্টা ফয়সাল আহমেদ, সম্মানিত উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের ছাত্র মো. শাহরিয়ার হোসেন ও বাংলা বিভাগের ৮ম ব্যাচের ছাত্র রাশেদ বিন হাসিম।

প্রধান উপদেষ্টা ফয়সাল আহমেদ বলেন- ‘সকলের অংশগ্রহণে, মিলেমিশে কাজ করবে প্রিয় জেলাকল্যাণ। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাংগঠনিক সম্পাদক: রাকিব, প্রচার সম্পাদক : বিল্লাল ও দপ্তর সম্পাদক হিসেবে মো:জাকির দায়িত্ব পালন করবেন।’

নবনির্বাচিত সভাপতি মো: সৌরভ বলেন- ‘অশেষ কৃতজ্ঞতা,ধন্যবাদ ও ভালবাসা জ্ঞাপন করছি সকলের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, যারা মনে করেছেন আমি এই পদের যোগ্য। উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী, সিনিয়র, জুনিয়র সকলের অকৃত্রিম ভালবাসা। আমি আমার শ্রম,মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা দিয়ে সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে সকলের দোয়া চাই’

সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ‘জন্মভূমি শরীয়তপুর আমার কাছে সবসময়ই আবেগ, অনুভূতি ও ভালোবাসার এক পরম নাম ৷ কারণ এই নামে আমি মা ও মাটির গন্ধ পাই। আমাকে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সন্মানিত উপদেষ্টাবর্গ ও সংশ্লিষ্ট সকলকে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত কমিটি ভেঙে গেলে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা এ কমিটি গঠন করেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।

জবিতে হল বিহীন প্রভোস্ট নিয়োগ

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো আবাসিক হল না থাকলেও প্রোভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র হল এক এর প্রভোস্ট হিসেবে এই আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদীকে সিন্ডিকেট অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই আদেশ ১১ নভেম্বর ২০২৪ তারিখ হতে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর ক্ষোভ ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমিন বলেন, আসলে আমাদের ছেলেদের কোনো হল নেই। তবে অস্থায়ী কিংবা স্থায়ী ভাবে হল উদ্ধার, বাসা ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা, দ্বিতীয় ক্যাম্পাসে হল নির্মাণ এসব যাবতীয় কাজ তদারকি করার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।”

হলবিহীন এভাবে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এমন নিয়োগ দেয়া হয়েছে আগে। আমরাও হলের আনুষ্ঠানিক কাগজপত্র থেকে শুরু করে অস্থায়ী আবাসন সহ সবকিছুর জন্য ওনাকে দায়িত্ব দিয়েছি নতুন করে।

উল্লেখ্য, ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পর থেকে ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক কোনো হল নেই। ২০২২ সালে ১২০০ ছাত্রীর আবাসস্থলের জন্য একমাত্র ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হল চালু করা হয়। এর বাহিরে ছাত্র-ছাত্রীদের জন্য কোনো হল নেই বিশ্ববিদ্যালয়টিতে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম