তারিখ লোড হচ্ছে...

ভারতের বিকল্প রাস্তা থাইল্যান্ড-মালদ্বীপে পর্যটকদের ভির

সবুজ বাংলাদেশ ডেস্ক:

অক্টোবর মাস থেকেই শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম। দেশ-বিদেশে পছন্দের গন্তব্যে ছুটছেন পর্যটকরা। খরচ-সুবিধা বিবেচনায় বাংলাদেশিদের সর্বাধিক পছন্দের গন্তব্য ভারতের ভ্রমণ ভিসার কোনো সুখবর এখনো নেই। বিকল্প হিসেবে বেড়েছে প্যাকেজ ট্যুরের কদর। শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল।

গত ৫ আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বিকল্প হিসেবে থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া প্রভৃতি দেশে যাচ্ছেন পর্যটকরা। অনেকে একসঙ্গে দুটি বা তিনটি দেশ ঘোরার প্যাকেজ নিয়ে সাশ্রয়ী ট্যুর করছেন।

অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পর্যটকদের বড় একটি অংশ সারা বছরই ভারতে বেড়াতে যেতেন। পর্যটক ভিসা বন্ধ থাকায় এয়ারলাইন্সগুলো ফ্লাইটের হার এক-তৃতীয়াংশে নেমেছে। যদিও আশপাশের অন্য দেশগুলোর ফ্লাইটে যাত্রী বেড়েছে।

জানতে চাইলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. ইউনুছ জাগো নিউজকে বলেন, ‘ভারতের পর্যটক ভিসা বন্ধ থাকায় বিকল্প হিসেবে মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে যাচ্ছেন পর্যটকরা। এসব দেশে সহজেই ভিসা পাওয়ার কারণে অনেকে দুই-তিনটা দেশ একসঙ্গে প্যাকেজে যাচ্ছেন। প্যাকেজ ভ্রমণ দিন দিন জনপ্রিয় হচ্ছে।’

ভারতে ভ্রমণ ভিসার সুখবর নেই
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে বিদেশি পর্যটকদের আগমন প্রায় ৪৭ দশমিক ৮ লাখ। এসময় ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো- বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

সবা:স:জু- ১২৯/২৪

 

ফিরেছে স্বস্তি সবজিতে, চাউলের দাম বৃদ্ধি

মেহেরপুর প্রতিনিধিঃ

ষড় ঋতুর বাংলাদেশে শীতকাল মানেই বাজার ভর্তি নানা রকম সবজির মেলা। তবে এবছর উৎপাদন বেশি হওয়ায় দাম এতটায় কমেছে দেশের কৃষকের উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক কৃষক। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আরো অনেক কমেছে। কিন্তু মাছ, ডিম ও মাংশের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে চাউলের দাম।

গতকাল (০৭ জানুয়ারী) মঙ্গলবার মেহেরপুর উপজেলার সবচেয়ে বড় সবজি বাজার গাংনী পৌর হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি পাঁচ টাকা, বেগুন পনের থেকে বিশ টাকা, পেয়াজের কলি পাঁচ টাকা আটি, কাঁচা মরিচ ষাট টাকা কেজি, টমেটো ত্রিশ টাকা, ধনিয়া পাতা চল্লিশ টাকা কেজি, শিম বিশ টাকা কেজি, গাজর পঁচিশ টাকা কেজি, আলু চল্লিশ টাকা কেজি, পেয়াজ পয়তাল্লিশ টাকা কেজি, আদা ১২০ টাকা কেজি, লাউ বিশ টাকা পিচ,ওল কপি বিশ টাকা কেজি, ছোলার শাক পঞ্চাশ টাকা কেজি, বাধা কপি পনের থেকে বিশ টাকা কেজি দরে বিক্রয় করতে দেখা যায়।

গাংনী শহরের বিভিন্ন মুদি দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আটা ৪০ থেকে ৪৫ টাকা, মোটা চাউল ৫৫ থেকে ৫৮ টাকা মাঝারি জাতের চাউল ৬২ থেকে ৬৫ টাকা এবং মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকা এছাড়াও ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রয় করছে তবে আগের মত ৪০ টাকা দরে কেজি বিক্রয় হচ্ছে লবন।

সবজি বাজার নিয়ে ক্রেতারা সন্তষ্ট প্রকাশ করেলও ক্ষোভ দেখিয়েছেন অনেক ক্রেতা।

 

সবা:স:জু- ৬৯৩/২৫

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা