তারিখ লোড হচ্ছে...

নবগঠিত চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

জান্নাতুল মাওযা রেখা চট্টগ্রাম থেকে:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের টিম প্রধান ও কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করে সরকারি কমার্স কলেজ ছাত্রদল। আজ রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন এর নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ,মিজানুর রহমান,সদস্য আকতার হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন রাহাত ফতেহ আলী খান

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার ‘বিপিএল টি–২০ মিউজিক ফেস্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে সংগীত পরিবেশন করবেন রাহাত ফতেহ আলী খান। বিপিএল মিউজিক ফেস্ট টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও হবে।

মিরপুর-১ থেকে মিরপুর ১০, ১১, ১২ ও ১৪ এলাকায় চলাচলকারী যানবাহন সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ব্যবহার করবে।

মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহন অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় সড়ক ব্যবহার করবে। আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে শ্যামলী-শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

 

সবা:স:জু- ৫০০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম