তারিখ লোড হচ্ছে...

নবগঠিত চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

জান্নাতুল মাওযা রেখা চট্টগ্রাম থেকে:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের টিম প্রধান ও কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করে সরকারি কমার্স কলেজ ছাত্রদল। আজ রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন এর নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ,মিজানুর রহমান,সদস্য আকতার হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

হালদা নদী থেকে ৮হাজার মিটার জাল জব্দ করেছে নৌপুলিশ

মোহাম্মদ সেকান্দর তুহিন, হাটহাজারী
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকার করার সময় ৮ হাজার মিটার চর ঘেরা জাল জব্ধ করছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করে পরে তা পুড়ে ফেলা হয়।
হালদা নদীতে সকল মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে জানান সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম