তারিখ লোড হচ্ছে...

মাস্ককে কটাক্ষ করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

সবুজ বাংলাদেশ ডেস্ক:

জি-২০ সোশ্যাল ইভেন্টে বক্তৃতাকালে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা। শনিবার জি-২০ এর সোশ্যাল ইভেন্টের সম্মেলন চলাকালীন ব্রাজিলের ফার্স্ট লেডি ইলন মাস্ককে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দেন। ইলনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল তথ্যের লাগাম টেনে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। জানজা লুলা দা সিলভার বক্তৃতার সময় জাহাজের ভেঁপু শব্দ ভেসে এলে তিনি মজা করে বলেন, আমি মনে করি এটি ইলন মাস্ক।

এর আগে জানজা বলেছিলেন, আপনার বিষয়ে আমি ভীত নই ইলন মাস্ক। সোশ্যাল নেটওয়ার্ক এক্সে পোস্ট করা ফার্স্ট লেডির এই ভিডিওতে হাহা রিয়্যাক্ট দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই মালিক। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নাম উল্লেখ করে এক্সের এক পোস্টে মাস্ক বলেছেন, আগামী নির্বাচনে তারা পরাজিত হতে যাচ্ছেন। আগামী সোম এবং মঙ্গলবার জি-২০ এর শীর্ষ সম্মেলনের আগে সোশ্যাল ইভেন্টে বক্তৃতার সময় ইলন মাস্ককে লক্ষ্যবস্তু করলেন ব্রাজিলের প্রেসিডেন্টের স্ত্রী।

উল্লেখ্য, এ বছর ব্রাজিলে এক মাসের জন্য ইলন মাস্কের সোশ্যাল মেসেজিং নেটওয়ার্কটির কার্যক্রম স্থগিত করা হয়। ‘ঘৃণা এবং ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে দেশটির আদালতের আদেশ উপেক্ষা করায় এমন নিষেধাজ্ঞার কবলে পড়েছিল মাস্কের মাইক্রো ব্লগিং নেটওয়ার্কের এই যোগাযোগমাধ্যম।

সবা:স:জু- ১৩১/২৪

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩ জন

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষিণ-পশ্চিম জার্মানিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত এবং আরো অনেকে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

স্টুটগার্ট শহরের পুলিশ জানিয়েছে, ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তবর্তী জার্মানির রিডলিঙ্গেন এবং মুন্ডারকিঙ্গেন শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর একটি ছবিতে দেখা গেছে, বগিগুলো অক্ষত থাকলেও একে অপরের ওপর ভাঁজ হয়ে উল্টে আছে। জার্মানির জাতীয় রেল সংস্থা ডয়চে বান এক বিবৃতিতে বলেছে, ট্রেন দুর্ঘটনায় ‘অনেকে আহত’ হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ কী- তা স্পষ্ট নয়। তদন্তে কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম