তারিখ লোড হচ্ছে...

ভারতে পালানোর সময় আওয়ামী লীগের প্যানেল মেয়র বিজিবির হাতে গ্রেফতার

আতিকুজ্জামান (শার্শা) যশোর :

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিস ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদকালে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।

গাজিপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

শার্শার সাবেক এমপি আফিলের দখলকৃত সরকারি জমি উদ্ধার

আতিকুজ্জামান (শার্শা) যশোর :
যশোরের শার্শার সাবেক সংসদ সদস্য আফিল উদ্দীনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধভাবে দখলকৃত সরকারী জমি ১৫০ টি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(১৯ নভেম্বর)সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের সাথে নিয়ে সরকারী এ জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় সাবেক সংসদ সদস্য আফিল উদ্দীন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি, ৪১.৯৬ একর(খাস ৩৯.৩৯ একর ও ভিপি ক তফসিলভুক্ত ২.৫৭ একর জমি দখল করে নিজের মালিকানাধীন একটি ব্রিডার ফার্ম গড়ে তুলে ব্যবসা পরিচালনা করছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিষয়টি নিশ্চিত করে জানান,সকল ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান