তারিখ লোড হচ্ছে...

মেহেরপুরের গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষ আহত-১০

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে জমি-জমা সংক্রান্তর জেরে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত ১০ আহত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালের বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল আজ। এরি ধারাবাহিকতায় দীর্ঘদিনের দ্বন্দ্বের ও রেষারেষির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এই ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে মৃত দেলবার মণ্ডলের আজিজুল ইসলাম (৬৮), আজিজুল ইসলামের ছেলে দুলাল (৩৫), জালাল হোসেনের স্ত্রী রেক্সোনা খাতুন, জলিমুদ্দিনের ছেলে মুজিবুল, আকিজুল ইসলামের ছেলে জালাল (৪০)। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস আজিজুল ইসলাম অবস্থা অসংখ্য জনক হাওয়াই তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন। এছাড়াও সংঘর্ষে অন্যান্য আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনী ইসরাইল জানিয়েছেন জমি জমা সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যোগদান করেই ভোলাহাটকে দুর্নীতিমুক্তের ঘোষণা এসিল্যান্ডের

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যোগদান করেছেন উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হোসেন। কর্মস্থলে যোগদান করেই ভোলাহাটকে দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড হিসেবে যোগদান করে জনগণের উদ্দ্যেশ্যে এক বার্তায় তিনি এমন ঘোষণা দিয়েছেন।

সদ্য যোগদানকৃত এসিল্যান্ড আরও বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য একান্ত গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সবাই যেনো নিজেই আবেদন করেন। কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে নয়। দালালের মাধ্যমে আবেদন করলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় ও অপ্রয়োজনীয় ভাবে বেশী অর্থ ব্যয় হয়।

তিনি আরো বলেন, ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম