তারিখ লোড হচ্ছে...

রান্না ঘরের আগুনে পুড়ল দিনমজুরের একমাত্র মাথা গোঁজার ঠাঁই

স্টাফ রিপোর্টার:

বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় রান্না করতে গিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷


স্থানীয়রা জানায়, সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম একজন দিনমজুর। তার স্ত্রী মোংলা ইপিজেডের গার্মেন্সে চাকরি করে। বুধবার রাতের খাবার খেয়ে মা ঘুমিয়ে পড়ায় মেয়ে চুলায় তরকারি গরম করতে গেলে অসাবধানতা বসত প্রথমে পাকের ঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে লোকজনের কোন ক্ষতি না হলেও ঘরে থাকা মূল্যবান মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা। সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান, বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, রাতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। গরিব সাইফুলের ঘরের কিছুই নেই, সবকিছুই পুড়ে গেছে। ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা করা হবে, এছাড়া উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে। সকলে মিলে সহায়তা করলে হয়তো পুনরায় একটি ঘর তৈরি করে বসবাস করতে পারবে সাইফুল। 
সবা:স:জু-১৫৩/২৪
মাকে মারধরের বিচার হলো মধ্যরাতেই

মাকে মারধরের বিচার হলো মধ্যরাতেই

নীলফামারী সংবাদদাতা:

মা বাবাকে গালিগালাজ ও মাকে মারধরের অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক ব্যাক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দণ্ডাদেশ দেওয়া হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে।

স্থানীয়রা জানান সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী ব্যাবসা করতেন। তবে গত দুই তিন মাস ধরে তিনি অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করে। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলে। এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রির চেষ্টা করে গোলাম রাব্বানী। এতে মা বাবা বাধা দিলে তাদের ওপর চড়াও হয় রাব্বানী। পরে এ ঘটনায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন রাব্বানীর বাবা মা।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ারর্দী গ্রেনেট বাবু বলেন, শুক্রবার গোলাম রব্বানী ক্যাসিনো খেলার টাকার জন্য বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করে। এসময় তার মা ও বাবা বাধা দেয়। এক পর্যায়ে গোলাম রব্বানী বাবাকে গালিগালাজ করে এবং মাকেও মারধর করেছে বলে শুনেছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, আসামি বাবাকে গালিগালাজ ও মাকে মারধরের বিষয়টি স্বীকার করেছে। এ জন্য ১৮৬০ এর ৩৫৫ ধারা মোতাবেক ওই ব্যক্তির ৩ মাসের জেল ও ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গোলাম রব্বানীকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম