লেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহত

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

ফিলিস্তিনির গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক হামলায় ইসরায়েলি সেনাদের মৃত্যু ঘটে। যা ইসরায়েলি বাহিনীর জন্য এক বিরাট ক্ষতি।

বুধবার (২০ নভেম্বর) ইসরায়েলি বাহিনী জানায়, ২২ বছর বয়সী এক সেনা দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন নিহত হয়েছেন। ওই সেনা ছিল ইসরায়েলি ট্যুর গাইড এবং প্রত্নতত্ত্ববিদ জিভ এরলিচের সঙ্গে। ৭১ বছর বয়সী এরলিচ একটি প্রত্নতাত্ত্বিক স্থানে কাজ করতে গিয়ে নিহত হন। এরলিচ ও তার সঙ্গে থাকা এক সেনা সদস্য দক্ষিণ লেবাননে গোলানি ব্রিগেডের একটি চিফ অফ স্টাফ কর্নেল ইয়োভ ইয়র্মের নেতৃত্বে ওই এলাকায় প্রবেশ করেছিলেন। তবে ওই এলাকায় আগে থেকেই দুটি হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের ওপর গুলি চালায়। এতে জিভ এরলিচ এবং একজন সেনা নিহত হন।

এই ঘটনায় গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা, এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, ২২ বছর বয়সী ইসরায়েলি সার্জেন্ট ইতান বেন আমি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালানোর সময় মারা যান। ওই সময় ইসরায়েলি কমান্ডোরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন, যখন ভবনটি ধসে পড়ে এবং তার মৃত্যু হয়। আইডিএফের দাবি, ওই ভবনটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে এটি ধসে পড়েছে। এই ঘটনায় আরেকজন সেনা সদস্য আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবা:স:সু- ১৫৩/২৪ 

ফিলিস্তিনে আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি ফিলিস্তিনে আলজাজিরার কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না।

কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, আলজাজিরা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে ভুল তথ্য ও উসকানিমূলক প্রতিবেদন প্রচার করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলজাজিরার বিষয়ে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আলজাজিরার ব্যুরোতে হামলা চালায় ইসরায়েল।

সেই সময় এটি বন্ধেরও নির্দেশ দেয়। তারও আগে, গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে নিজেদের দেশে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল।

 

সবা:স:জু- ৬১৪/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের