তারিখ লোড হচ্ছে...

অটোচালকদের রেললাইন অবরোধে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: 
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন চালকরা।এছাড়া মহাখালী রেলক্রসিংসহ রেললাইনে অবস্থান নিয়েছেন তারা। এই অবস্থানের কারণে মহাখালী ও আশপাশ এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যানবাহন না পেয়ে তারা হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।

এদিকে মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, অটোরিকশাচালকরা রেললাইনে অবরোধ করে আন্দোলন করছেন। ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পর কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আমরা জানতে পেরেছি ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

এদিকে এ বিষয়ে বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সকাল থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছেন। এছাড়া তারা মহাখালী রেললাইনও নিজেদের দখলে নিয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

 

সবা:স:জু-১৫৬/২৪

 

কাতার থেকে লন্ডনের পথে খালেদা জিয়া

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

কাতার থেকে লন্ডনের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‍বুধবার ঢাকা থেকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে সেখান থেকে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি।

কাতারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত নজরুল ইসলাম। তিনি বিএনপি চেয়ারপারসের শারিরীক খোঁজখবর নেন। পরে খালেদা জিয়া বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম করে লন্ডনের উদ্দেশ্য রওনা হোন। স্থানীয় সময় বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সটির।

বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা।

 

সবা:স:জু- ৬৯৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম