তারিখ লোড হচ্ছে...

সাভারে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ,পুলিশের গড়িমসিতে হয়নি মামলা!

আলী রেজা রাজু:

সাভারে সিনথিয়া(১৬) নামে এক গামেন্টস শ্রমিককে জোর পূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় ম্যাক্স কম্পজিট গামেন্টস কর্মী সিনথিয়া।
সিনথিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাস্তা দক্ষিণ গ্রামের দুদু মিয়া মেয়ে।
সোমবার(১৮ নভেম্বর) রাত ১০ টায় প্রতিদিনের মত কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন ভুক্তভোগী তরুণী’র রাস্তা ঘিরে দাঁড়ায় হৃদয় বাহিনীর সদস্যরা, জোরপূর্বক তুলে নিয়ে একটি বহুতল ভবনের ফ্ল্যাটের নিয়ে মুখ বেধে আওয়ামী লীগ নেতা মামলত খানের ছোট ভাই হৃদয় তাকে রাতভর ধর্ষণ করে।
মঙ্গলবার(১৯ নভেম্বর)সকালে অবরুদ্ধ ঐ তরুণীকে ফ্ল্যাট থেকে তার পরিবার উদ্ধার করে।

ভুক্তভোগী তরুণী বলেন,উক্ত ঘটনা কাউকে যদি বলি তাহলে আমাকে ও আমার পরিবারকে প্রানে শেষ করে ফেলবে বলে হুমকি দেয় ধর্ষক হৃদয়।

ভুক্তভোগী তরুণী সিনথিয়া বুধবার(২০নভেম্বর) সাভার মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু সাভার মডেল থানা পুলিশের গড়িমসি ও নানা রকম টালবাহানা অভিযোগের দুইদিন পার হয়ে গেলেও এখনো মামলা রুজু হয় নাই,যেখানে চিকিৎসা বিজ্ঞানের মতে ২৪ থেকে ৭২ মধ্যে ধষর্ণের আলামত সংগ্রহ না করিলে আলামত নষ্ট হয়ে যায়।
যা আদালতে ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী’র সাথে ঘটে যাওয়া অপরাধ প্রমাণ করতে আশঙ্কা থাকে যায়।
ভুক্তভোগী তরুণী ও তার মা সংবাদকর্মীদের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।

এবিষয়ে অভিযোগ তদন্ত কর্মকর্তা শিল্প নগরী পুলিশ ফাঁড়ি’র উপপরিদর্শক(এসআই) আমির হোসেনের কাছে কি কারণে মামলা রুজু হয় নাই, মুঠোফোনে জানতে চাইলে তিনি সাক্ষাৎতে বলবো।

এ”বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুয়েল মিয়া’র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভবনি।

শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার:

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে।

আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ তারিখে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ বাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬জনকে শার্শা থানায় এবং ১০জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

সবা:স:জু- ৫৬১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম