তারিখ লোড হচ্ছে...

ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ নিহত

সবুজ বাংলাদেশ ডেস্ক:

দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে আরও ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

 

অন্যদিকে, লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে রাজধানী বৈরুতে একটি আটতলা ভবনে হামলায় ২০ জন এবং পূর্ব লেবাননে ১৩ জনকে হত্যা করে ইসরায়েল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৪৭৩ জন। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

অপরদিকে প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার।

ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৪১৩ জন।

 

সবা:স:জু-১৭১/২৪

 

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ

স্টাফ রিপোর্টার:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে বিক্ষোভের ঢেউ উঠেছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ দেশটির বড় বড় শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে।

বিক্ষোভটি ‘৫০৫০১’ নামে পরিচিত—যার অর্থ, ৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ, একটিই আন্দোলন। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ২৫০তম বার্ষিকীকে স্মরণ করে আয়োজন করা হয়েছে।

বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের সামনেই শুধু নয়, টেসলার বিভিন্ন ডিলারশিপ ও শহরের কেন্দ্রস্থলগুলোতেও জড়ো হন। তাঁরা ট্রাম্পের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন—বিশেষ করে সরকারি চাকরি ও ব্যয় সংকোচনের মতো উদ্যোগ নিয়ে।

রাজনীতিতে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত এপ্রিলে ‘হ্যান্ডস অফ’ আন্দোলনেও ব্যাপক জনগণ অংশ নিয়েছিল।

জনমত জরিপগুলো বলছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। আন্দোলনকারীরা তার প্রশাসনের নানা সিদ্ধান্ত—যেমন সরকারি খাতে ছাঁটাই, রাষ্ট্রীয় ব্যয় হ্রাস, ও আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক আরোপ—নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চলতি মাসের শুরুতেও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। মূলত প্রশাসনিক সংস্কার ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ থেকেই এসব বিক্ষোভের সূত্রপাত।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ ও বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

২০১৭ সালেও, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছিল।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান