তারিখ লোড হচ্ছে...

পুলিশদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে

স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবসময় সচেষ্ট থাকতে হবে। সকল পুলিশ সদস্যদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করে পুলিশের গৌরব বৃদ্ধি করতে হবে। অফিসার-ফোর্সকে
শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম আজ সকালে শেরপুর জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড পরিদর্শনশেষে পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

আজ ২৪ নভেম্বর শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এসময় তিনি প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম।

সবা:স:সু-১৭৯/২৪

মুগদা থানা জাতীয় শ্রমিক লীগের ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা

প্রিয়া চৌধুরী:

মুগদা থানা জাতীয় শ্রমিক লীগে মোঃ শেখ আলাউদ্দিনকে আহবায়ক ও সদস্য সচিব,যুগ্ন আহবায়ক করে ১৮ জন নিয়ে আংশিক কমিটি ঘোষণা করেছেন মো: জাকির হোসেন সভাপতি জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ, আব্দুর রাজ্জাক মাদবর সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ, মো: আকতার হোসেন কার্যকরী সভাপতি জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ, ৩ জনের স্বাক্ষরে মো: শেখ আলাউদ্দিনকে আহবায়ক বানিয়ে আংশিক কমিটি ঘোষণা করে এবং দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার অনুমতি দেন। মোঃ শেখ আলাউদ্দিন ৭১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাতা ছিলেন ও ৭২ নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক , সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন । মোঃ শেখ আলাউদ্দিনের সাথে কথা হয় দৈনিক সবুজ বাংলাদেশ এর প্রতিনিধির তিনি জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ কে আমার বুকে লালন করি এবং তিনি আরো বলেন এদেশে জন্ম না হলে বুঝতে পারতনা স্বাধীন বাংলাদেশের মাতৃভূমি কাকে বলে আমি বাঙালি জাতী হয়ে গর্বিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার নিজের হাতের সংগঠন যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করি সেই সাথে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা নায়ক,ও বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ পরিচিত লাভ করা । বাংলাদেশে প্রতিটি জায়গায় উন্নয়নের ছোয়া ধারাবাহিক ভাবে রাখার জন্য। আগামি ৭ ই জানুয়ারি ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশ কে উন্নয়ন ধরে রাখার জন্য আমার প্রাণের সংগঠন মুগদা থানা জাতীয় শ্রমিকলীগ এবং জাতীয় শ্রমিকলীগের কর্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী ও নির্বাচনে জয়লাভ করে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাবে তিনি আরো জানান আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে ৭ ই জানুয়ারি ২০২৪ সালে নির্বাচনে কেন্দ্রে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণের সেবা করার আহ্বান করেন এবং ঢাকা ৯ আসনে মাটি ও মানুষের নেতা সাবের হোসেন চৌধুরী কে নৌকা মার্কা ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম