তারিখ লোড হচ্ছে...

হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: 

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড‌। রোববার (২৪ নভেম্বর) রাত ১২টার সময় তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার সময় স্টেশন কমান্ডার রিফাত আহমেদ একটি টিম নিয়ে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হরণী ইউনিয়নের নম্বর ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের মৃত ভজেন্দ্র কুমার দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (৪৬), বিপ্লব চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (২২), দীপক চন্দ্র দাসের ছেলে মিটন চন্দ্র দাস (২১), গোপিনাৎ চন্দ্র দাসের ছেলে যুবরাজ চন্দ্র দাস (২৮), বিমল মজুমদারের ছেলে ভিবেষ মজুমদার (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মোল্লা গ্রামের মো. গনির ছেলে মো. আব্দুল্লাহ (২৬), ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ জোটখালি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২২), চর ঘাসিয়া এলাকার মৃত আজহার আহম্মদের ছেলে মো. নিজাম উদ্দিন (৬০), চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম আদর্শ গ্রামের কৃষ্ণ কুমার দাসের ছেলে রণজিৎ চন্দ্র দাস (৪৩), হাজী গ্রামের সাইদুল হকের ছেলে মো. মামুন (২৮), হাসিনা নগর গ্রামের মোহন চন্দ্র দাসের ছেলে রাজীব চন্দ্র দাস (২৭), রসুলপুর গ্রামের শফিউল্যার ছেলে মো. এমরান (৪০), বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড অনন্তপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. কাশেম (৫৩) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. রিয়াজ (২৪)।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ থানা হাজতে হস্তান্তর করা হয়েছে‌। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সবা:স:জু-১৮৪/২৪

পুলিশ পরিচয়ে টাকা দাবি, ৩ ভুয়া ডিবি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

এক ব্যক্তিকে আটক করে তার কাছে মাদক রয়েছে—এমন অভিযোগে তাকে হ্যান্ডকাফ পরিয়ে টাকা দাবি করে ডিবি পুলিশ পরিচয়ে একটি দল। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দিলে জানা যায়, তারা ভুয়া ডিবি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় (২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) ও লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী (২৭

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলার বিষুগাঁও গ্রামে তৈয়ব আলী মোল্যার রাইস মিলের সামনে খালি জায়গায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে স্থানীয় মো. শাহিন হাওলাদারের কাছে অবৈধ মাদক আছে বলে তাকে আটক করে প্রথমে হ্যান্ডকাফ পরায়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এরপর শাহিন হাওলাদার তার বাবাকে মোবাইল করে টাকা আনতে বলেন। পরে তার বাবা এসে ভুয়া ডিবি পুলিশের কাছে নগদ ২০ হাজার টাকা ও শাহীনের কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা দিলে শাহীন হাওলাদারকে ছেড়ে দেয় তারা। এ সময় শাহীন ও তার বাবা ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়। কিন্তু টাকা নিয়ে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ এসে জনতার হাতে আটক তিনজনের পরিচয় যাচাই করে জানতে পারে তারা ভুয়া ডিবি। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সবা:স:জু-২৬৬/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার