তারিখ লোড হচ্ছে...

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

খেলা ডেস্ক: 

সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পান রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স তাকে দলে ভেড়ায়। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে। আগামী ২১শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল-এ রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৯শে ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দেবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’ টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, শুরুর দিকে দু’টি ম্যাচ (২১ ও ২৭শে ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে। রিশাদের বিগ ব্যাশ দলে অবশ্য তারকার অভাব নেই। সতীর্থ হিসেবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের খুব চেনা কিছু মুখকে পাবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা তারকা ম্যাথু ওয়েড আর টিম ডেভিড দু’জনেই আছেন এই দলে। আছেন অজি জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস এবং বেন ম্যাকডারমট। রিশাদ বিগ ব্যাশে কোচ হিসেবে পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের শুরুতেই বেশ ভালো একটা পরিবেশ পাচ্ছেন রিশাদ।
হোবার্ট হারিকেন্স স্কোয়াড
চুক্তিবদ্ধ খেলোয়াড়: ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।
হেড অব স্ট্র্যাটেজি: রিকি পন্টিং
কোচ: জেফ ভন

 

সবা:স:জু-১৯৩/২৪

শুভ জন্মদিন লিওনেল মেসি

শামীম রহমান :: জন্ম: ২৪ জুন ১৯৮৭ | রোজারিও, আর্জেন্টিনা

ফুটবল মাঠের জাদুকর, নিখুঁত ড্রিবলিং আর স্বপ্ন বোনা গোলের কারিগর লিওনেল আন্দ্রেস মেসি আজ পা দিলেন জীবনের আরেকটি নতুন বছরে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের প্রিয় এই মানুষটির জন্মদিন আজ শুধু তাঁর নয়, এটি যেন এক বিশ্বজুড়ে ভালোবাসা ও শ্রদ্ধার উৎসব।

👶 ছোটবেলার গল্প:
মেসির জন্ম ১৯৮৭ সালের ২৪ জুন, আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরে। ছোটবেলায় ‘লিও’ নামে পরিচিত এই শিশু খুব শান্ত স্বভাবের ছিলেন, তবে বল পায়ে পেলেই যেন এক অন্যরকম রূপ ধারণ করতেন। মাত্র ১১ বছর বয়সে জানা যায়, মেসি একধরনের হরমোনজনিত সমস্যায় ভুগছেন—যার ফলে স্বাভাবিক উচ্চতায় বাড়তে পারছেন না। পরিবার তাঁর চিকিৎসা চালিয়ে যেতে আর্থিকভাবে অক্ষম হয়ে পড়লে এগিয়ে আসে স্পেনের বিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা। তারা মেসির প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় এবং তাকে নিয়ে যায় স্পেনে।

⚽ খেলার ইতিহাস ও রেকর্ড:
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় মেসির। এরপর থেকে শুরু হয় এক কিংবদন্তির পথচলা।
বার্সেলোনার হয়ে:
৭৭৮ ম্যাচে ৬৭২ গোল,
১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে,
৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ,
অগণিত অ্যাসিস্ট, রেকর্ড ও স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস।

আর্জেন্টিনার হয়ে:
বহু চেষ্টার পর ২০২১ সালে কোপা আমেরিকা জিতে দেশের মানুষের মন জয় করেন,
২০২২ সালে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপ ট্রফি তুলে ধরেন আকাশে— যা তাঁর ক্যারিয়ারের চূড়ান্ত গৌরবময় মুহূর্ত।
বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, যেখানে তাঁর জাদু এখনো অব্যাহত।

অর্জন ও স্বীকৃতি:
৮ বার ব্যালন ডি’অর জয়ী – সর্বোচ্চ সংখ্যকবার
সেরা ফুটবলার, সেরা মানবিক খেলোয়াড়,
ফিফা ও উয়েফার বহু পুরস্কার
কোটি মানুষের হৃদয়ে এক নম্বর খেলোয়াড়

পারিবারিক জীবন:
মেসি বিবাহিত তাঁর শৈশবের বন্ধু আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে। তাঁদের রয়েছে তিনটি সন্তান—থিয়াগো, মাতেও ও চিরো। খেলার মাঠের বাইরে মেসি একজন পরিবারপ্রেমী, বিনয়ী ও পরোপকারী মানুষ। তিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত।

এক ভালোবাসার নাম: মেসি
মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক প্রেরণার প্রতীক। তাঁর জীবন সংগ্রাম, নিঃসঙ্গতা পেরিয়ে সাফল্যে পৌঁছানো, মাঠে নীরব অথচ ভয়ংকর উপস্থিতি—সব কিছুই আমাদের শেখায়, নিরবচ্ছিন্ন পরিশ্রম আর আত্মবিশ্বাসে সবকিছু সম্ভব।

শুভ জন্মদিন, লিও মেসি!
এই দিনে আমরা শ্রদ্ধা জানাই ফুটবলের এক জীবন্ত কিংবদন্তিকে।
তুমি আমাদের স্বপ্ন, সাহস আর সৌন্দর্যের নাম।

– গোটা পৃথিবীর পক্ষ থেকে ভালোবাসা, লিওনেল মেসি!

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম