তারিখ লোড হচ্ছে...

কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় আসলে অরক্ষিত ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ট্রেনটি অটোরিকশাটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনায় নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

‌নিহতরা হ‌লেন বাকশিমূল গ্রামের অটোরিকশা যাত্রী র‌ফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, শানু বেগম, খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হো‌সে‌নে আরা এবং অটোরিকশা চালক সাজু।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল।

তিনি বলেন, এই রেলক্রসিংটা অরক্ষিত। এখানে কোন রেলগেট নেই। মূলত অটোরিকশা চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে একজনের মরদেহ পেয়েছি। বাকি মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

 

সবা:স:সু-২০১/২৪

বুড়িচংয়ে এক প্রবাসীকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের কুয়েত প্রবাসী রুবেল মিয়া কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর গ্রামে।

জানা গেছে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর গ্রামের জজু মিয়ার ছেলে রুবেল মিয়া দীর্ঘদিন ৮ বছর পর তিনি কুয়েতে চাকুরী ( প্রবাসী) করে দেশে আসছেন গত ১৪ এপ্রিল ছুটি নিয়ে।

দেশে আসার পর রুবেল মিয়া তার বাড়ির পাশের গোলাম কিবরিয়া খাঁন চৌধুরী থেকে প্রায় ৩৭ শতক জমি ক্রয় করেন। এই জমি ক্রয় না করতে পেরে প্রবাসী রুবেলের সঙ্গে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ বাঁধে একই এলাকার ৫-৬ জন প্রতিবেশীর। তারা
প্রবাসী রুবেল কে ঘায়েল ও সামাজিক ভাবে হেনস্তা করতে মাদকের মিথ্যা বানোয়াট মামলা দেয়া হয়েছে।
এদিকে প্রবাসী রুবেল অভিযোগ করে বলেন আমি এপ্রিল মাসে কুয়েত প্রবাস থেকে দেশের বাড়ীতে ছুটিতে আসি। আসার পর আমি গোলাম কিবরিয়া খাঁন চৌধুরী থেকে প্রায় ৩৭ শতক জমি ক্রয় করি। এজমি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমাকে মিথ্যা বানোয়াট হয়রানি ও ক্ষতি সাধিত করতে আমার

বিরুদ্ধে বুড়িচং থানায় একটি সাজানো মাদকের অভিযোগ করে একই গ্রামের গোলাম জিলানী খাঁন চৌধুরী বাবুল, মোঃ সালাহউদ্দিন, মোঃ কালোন মিয়া, মোঃ কাউছার মিয়া, মোঃ অজুদ মিয়াসহ পাঁচ জন মিলে।
অভিযোগ করেই শেষ নয়, আমাকে এখন প্রান নাশের হুমকি ধমকী দিচ্ছে। তাদের অব্যহৃত ভাবে ভয়ভীতি প্রদর্শন করানোর কারনে আমি নিরাপত্তা হিনতায় ভোগছি। তিনি আরও বলেন আমি একজন দেশের রেমিট্যান্স যোদ্ধা। আমার বিরুদ্ধে মিথ্যা মাদকের যে অভিযোগ করেছে প্রশাসন তা তদন্ত করার জন্য সুদৃষ্টি কামনা করছি। প্রকৃত পক্ষে কারা মাদকের সঙ্গে জড়িত তা তদন্ত করলে সব কিছু এবং আসল রহস্য বের হয়ে আসবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম