তারিখ লোড হচ্ছে...

মোহাম্মদপুর থেকে ২টি অস্ত্র জব্দ করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার: 

রাজধানী মোহাম্মদপুর এলাকায় পৃথক স্থান থেকে দুইটি অবৈধ অস্ত্র জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লক ও লালমাটিয়ার এফ ব্লকের পৃথক দুটি বাসা থেকে অস্ত্র দুটি জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জনৈক মো. ফারুক আহমেদ ও জনৈক মো. গোলাম আযম চৌধুরী নামের দুই ব্যক্তি তাদের নিজেদের নামে লাইসেন্সকৃত দুটি বন্দুক প্রজ্ঞাপন অনুযায়ী থানায় জমা না দিয়ে নিজেদের কাছে রেখেছেন বলে তথ্য আসে। এ তথ্যে ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লকে অবস্থিত ফারুক আহমেদের বাসায় অভিযান চালানো হয়। ফারুক আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পরে ওই বাসা থেকে .১২ বোর একনলা একটি বন্দুক জব্দ করা হয়।

তালেবুর রহমান জানান, এরপর বিকেল সাড়ে ৫টায় লালমাটিয়ার এফ ব্লক অবস্থিত মো. গোলাম আযম চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তাকে পাওয়া যায় নি। পরে তার বাসা থেকে .১২ বোর দোনলা একটি বন্দুক জব্দ করা হয়। পরে জব্দকৃত বন্ধুক দুটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সবা:স:জু- ২০৭/২৪

 

 

রাজধানীতে হাসপাতালের প্রাইভেটকারে মিলল ২ জনের লাশ

রাজধানীতে হাসপাতালের প্রাইভেটকারে মিলল ২ জনের লাশ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে। সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানায়, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেওয়া হয়।

এদিকে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম