তারিখ লোড হচ্ছে...

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

নরসিংদীর পলাশে নার্গিস বেগম (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাজৈর গ্রামের এক শ্রমিক কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম।

নিহত নার্গিস বেগম ও তার স্বামী রকিব (২৩) মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানায়।

তারা কাজৈর গ্রামের ইটভাটার কলোনীতে থাকতেন এবং স্বামী রকিব বাসার পাশের ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয়রা জানান, রকিব মিয়া (২৩) ও তার স্ত্রী নার্গিস বেগম ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি ইটভাটার কলোনীতে বসবাস করতেন। এই কলোনী থেকেই আবদুস সাদেকের মালিকানাধীন এম এইচবি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তার স্ত্রী নার্গিস বেগমকে রেখে ইটভাটায় কাজ করতে যান। পরে দুপুর ১২টার দিকে খাবার খেতে ইটভাটার কলোনীতে যান রকিব।

সেখানে যাওয়ার পর ঘরের ভেতর দরজা লাগানো দেখে তার স্ত্রীকে ডাকতে থাকেন। কিন্তু বেশ কয়েকবার ডাকার পরও তার স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ। এ ঘটনার পর কলোনীর প্রতিবেশীরা ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেয় তার স্বামী। পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় নার্গিস বেগমের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বলেন, নিহত নার্গিসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রকিব ও তার বাবাকে থানায় নেওয়া হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সবা:স:জু-২০৮/২৪

রাজউক সহকারী অথরাইজড অফিসার মামুনের বিরুদ্ধে দুদক-এ অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক এর কর্মকর্তাদের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোন ব্যবস্থাই নেয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বললে তারা শুধু বিষয়টি দেখছি বলেই এড়িয়ে যাচ্ছেন। এই সুযোগে রাজউকের জোন-৩/২ এর দুর্নীতিগ্রস্থ সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন গড়ে তুলেছেন বৃহৎ এক সিন্ডিকেট। জোন-৩/২ এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক মো: আব্দুর রহিম, প্রধান ইমারত পরিদর্শক মো: জয়নাল আবেদীন পিন্টু, ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইন, আবুল কালাম আজাদ সবাই ডুবে আছেন দুর্নীতিতে। এদের মধ্যে ইমারত পরিদর্শক সোলাইমান কর্ম এলাকা যথাযথভাবে তদারকি না করা, রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন তদারকিঅন্তে আইনগত ব্যবস্থা গ্রহণসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করার অপরাধে ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দের ২৫.৩৯.০০০০.০০৯.৩১,১১৪.১৫.৫৬৪ নং স্মারকের অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় ন্যস্ত করা হয়েছে। এই কর্মকর্তাদের একাধিক দুর্নীতি প্রকাশ্যে আসলেও তারা তাদের মত দুর্নীতির রথ চালিয়ে যাচ্ছেন। অদৃশ্য কারনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না রাজউকের উর্ধ্বতন কর্তৃপক্ষ।

এরই মধ্যে ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার ইব্রাহীম খন্দকার নামে একজন মহাখালী জোন-৩/২ এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহন করে অনৈতিক ও আইন বিরোধী কাজ সম্পাদন করার বিষয়ে দুদক-এ অভিযোগ করেছে।

অভিযোগে বলা হয়েছে নড়াইল জেলার সদর উপজেলার বোড়ামারা গ্রামের মোহাম্মদ জহুরুল হক এর পুত্র আব্দুল্লাহ আল মামুন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক এক সংসদ সদস্যের সুপারিশে রাজউকে চাকুরি পেয়ে ২০১৫ সালে রাজউক এ প্রধান ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করেন। একাধিক দুর্নীতির অভিযোগ থাকলেও আওয়ামী ঘরনার হওয়ায় ইমারত পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন সহকারি অথরাইজড অফিসার। জোন-৩/২ মহাখালী অফিস এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল-মামুন এর নোটিশের মাধ্যমে নির্মাণাধীন ভবন মালিকদেরকে অফিসে ডেকে এনে অবৈধ লেনদেনের মাধ্যমে প্ল্যান পাশ করানো সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় সাধারন জনগণ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিটা ফাইল পাশ করার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সহকারি অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন এর মুঠোফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়েই কলটি কেটে দেন।
জোন-৩/২ এর অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আসরাফ বলেন আপনারা জানেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইনকে বরখাস্ত করা হয়েছে, আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম