তারিখ লোড হচ্ছে...

প্রাকৃতিক সম্পদ রক্ষায় গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান ।

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরের ইজ্জতপুর ও ভবানীপুরে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার বনভূমি উদ্ধার।

আতর্কিত হামলা আহত ১০।

মঙ্গলবার রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাফিলাতলী এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর কাফিলাতলী ও ইজ্জতপুর বাজারে বনভূমি দখল করে নির্মিত ১২০টি বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এর আগে সোমবার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের গুচ্ছগ্রাম ও দরগাচালা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় শতাধিক ঘর বাড়ি ও দোকান উচ্ছেদ করে প্রায় ৩হ একর বনভূমি করা হয়। উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

অভিযানে বন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের তিন শতাধিক সদস্য অংশ নেন।

এদিকে অভিযানের শেষ দিকে বনভূমি দখলকারীরা ইট-পাথর নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় ইউএনওর গাড়ি ও দুটি ভেকুসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলসহ ১০ জন আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, হামলায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

৫ আগস্টের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ব্যাপক স্থাপনা নির্মাণ ও আকাশমনি বাগানের গাছ কাটা শুরু হয়। যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযানের আগে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও তারা আমলে নেননি।

 

সবা:স:জু-২১৪/২৪

প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: 

প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের এক সংগীতশিল্পী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আত্মহত্যা করেন প্রেমিকা। এর আগে সোমবার গভীর রাতে আত্মহত্যা করেন প্রেমিক।

জানা গেছে, সোমবার গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে মদন কর্মকার বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সেখানে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার প্রেমিক মদনের মৃত্যুর খবর পেয়ে বেলা ১১টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট খান শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীতশিল্পী সুদীপ্তা দাস কেকা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে বলেন। পরবর্তীতে সেখানে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি বিকেলে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, ‘মদন কর্মকার বিবাহিত হওয়া সত্ত্বেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেননি যে তিনি বিবাহিত। মদনের কর্মস্থল বগুড়ায় হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতেন।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুদীপ্তা দাস কেকার মরদেহ এখন থানায় রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

সবা:স:জু- ৪৭৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম