তারিখ লোড হচ্ছে...

শীতে নাকাল উত্তরাঞ্চল ১২ ডিগ্রিতে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার:

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।

সবা:স:জু-২১৫/২৪

ভুক্তভোগী না থাকায় ভাড়াটিয়া দিয়ে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছে আরেকটি রিয়েল এস্টেট কোম্পানি। মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র তিন/ চার জন। বলা হচ্ছে, এরাও সাজানো লোক। মূলত দুটি কোম্পানির জমি নিয়ে বিরোধে ফলে এমন মানববন্ধনের আয়োজন। সেখানে ছাত্র জনতার শতাধিক প্রতিনিধিকেও উপস্থিত থাকতে দেখা গেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল মার্চ বিকেলে উত্তরা প্রেসক্লাবের সামনে কথিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি দুপুর দুইটা আরম্ভ হওয়ার কথা থাকলেও লোকবলের অভাবে সটিক সময়ে করতে পারেনি। পরে বিভিন্নবাবে লোকজন দাড় করিয়ে কোনমতে শেষ করা হয়। মানববন্ধনে আগত অধিকাংশই শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক, এছাড়া মানববন্ধনের আয়োজনকারী রিয়েল এস্টেট কোম্পানির‌ আনিত অভিযোগের ব্যাপক অসামজস্যতা রয়েছে বলে অভিযোগ আছে। বলা হয় বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ তাদের একশ পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। কোম্পানির দাবি, এখানে কোন রাস্তাই ছিলো না, বরং তারা পার্ক ১৭ এর জমিতে জোরপূর্বক রাস্তা চায়, বিনামূল্যে তাদের রাস্তা না দেয়ায় তারা জমিটির দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ কর্তৃপক্ষ ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম