গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৩ প্রাণহানি

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) একদিনে নিহত হয়েছেন আরও ৩৩ জন। সেই সঙ্গে আহত হয়েছেন ১৩৪ জন।

বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ২৮২ জনে এবং ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।

তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ছাড়া ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজার সকলেই এখন খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছেন।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

 

সবা:স:জু-২১৯/২৪

 

 

ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত : মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত : মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সিরিয়ার সুয়েইদা এলাকায় ব্যাপক সংঘর্ষে ৩২১ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত আসে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের তুরস্কস্থ রাষ্ট্রদূত টম ব্যারাক জানিয়েছেন, এই যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও আশপাশের দেশগুলোও সমর্থন দিয়েছে। তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত হয়ে একটি নতুন সিরীয় পরিচয় গঠনের আহ্বান জানান।ইসরায়েল সুয়েইদা অঞ্চলের দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলেছে।

শুক্রবার ইসরায়েলের এক কর্মকর্তা জানান, ৪৮ ঘণ্টার জন্য সিরীয় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সুয়েইদা জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে এর আগে সিরীয় বাহিনীকে ইসরায়েলি হামলার মুখে পড়তে হয়।

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা সংঘর্ষ থামাতে দক্ষিণাঞ্চলে বিশেষ বাহিনী পাঠাবে। নিরাপত্তা ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টাও চলবে।স্থানীয় গণমাধ্যম সুয়েইদা২৪ প্রধান রিয়ান মারুফ জানিয়েছেন, সেখানকার উত্তর ও পশ্চিমে এখনও সংঘর্ষ চলছে। বিদ্যুৎ, পানি ও খাদ্যের তীব্র সংকটে রয়েছে বাসিন্দারা। শহরের বেশিরভাগ এলাকায় ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।সুয়েইদার বাসিন্দা মুদার জানান, চার দিন ধরে বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই, কিছুই নেই। তিনি বলেন, সংঘর্ষ থেমে নেই। খবরও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

সিরিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০০ জন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে শত শত পরিবারকে।সংঘর্ষের কারণে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানায় জাতিসংঘ শরণার্থী সংস্থা। তারা সবপক্ষকে দ্রুত মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতৃত্বকে ‘ছদ্মবেশী জিহাদী’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তারা সমর্থন করে না।সিরিয়ার প্রভাবশালী নেতা আহমেদ আল-শারআ ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তারা দেশের বিভাজন চায়। তিনি দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা