গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৩ প্রাণহানি

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) একদিনে নিহত হয়েছেন আরও ৩৩ জন। সেই সঙ্গে আহত হয়েছেন ১৩৪ জন।

বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ২৮২ জনে এবং ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।

তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ছাড়া ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজার সকলেই এখন খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছেন।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

 

সবা:স:জু-২১৯/২৪

 

 

ফিলিস্তিনের ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

শনিবার ১৮মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির উদ্যোগে যুদ্ধ চাই না শান্তি চাই’ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব মানবতা তথা ফিলিস্তিনের গাজায় অসহায় গণমানুষের ওপর মানবতাবিরোধী ইসরায়েলের গণহত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি বক্তারা এই দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রতিবাদ হচ্ছে ঈমানের অংশ। আমরা ইসলাম ধর্মের অনুসারী প্রত্যেকেই জানি অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে সর্বোত্তম জিহাদ। যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করা উচিত। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যেকে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেখানে স্পেন ভারতীয় অস্ত্রশস্ত্রবাহী জাহাজকে ফেরত পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার রাতের আধাঁরে ইসরায়েলি বিমানকে স্বাধীন বাংলাদেশের ভূখন্ডে অবতরণের সুযোগ করে দিয়েছে। এই বিমানে কি আসছে, কারা আসছে জনগণের জানার অধিকার আছে, কিন্তু জানানো হয়নি। সরকার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে আর রাতের আধাঁরে ইসরায়েলি বিমান স্বাধীন বাংলাদেশের ভূখন্ডে অবতরণ করবে এটা দেশের মানুষ মেনে নিতে পারে না।

সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. ড. মোঃ গোলাম রহমান ভূইয়া, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল্স পার্টির চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, নেজামে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এর সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল্স পার্টির মহাসচিব ড. হারুন-অর-রশিদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মোঃ আবু হানিফ, লেখক, কলামিস্ট কালাম ফয়েজীপ্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের