তারিখ লোড হচ্ছে...

ঐতিহ্য এবং সুফিবাদের পীঠস্থান খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস

সবুজ বাংলাদেশ ডেক্স॥

ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ, এবং রহস্যময়তার পীঠস্থান হলো ভারতের রাজস্থানের খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগলিক সীমানার চৌকাঠ পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে, যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন।

শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীই নন, হিন্দুরা দর্শনার্থীও আজমিরের এই দরগাহে উপস্থিত হন। এখানে নারীরাও প্রবেশ করতে পারেন। বহু হিন্দু নারীই এই দরগাহে আসেন মানত করতে।

এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে আজমিরের দরগাহ, তবে অন্য কারণে। শিব মন্দিরের উপরে এই দরগাহ বানানো হয়েছিল বলে আদালতে মামলা দায়ের করেছেন হিন্দু সেনা নামে এক সংগঠনের সভাপতি ভিষ্ণু গুপ্তা। তার দাবির স্বপক্ষে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদারের বইয়ের তথ্য-সহ তিনটে কারণ উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মি. গুপ্তা এবং সেখানে হিন্দুদের পুজো করার অনুমতির জন্যও আবেদন জানিয়েছেন।

ভিষ্ণু গুপ্তার দাবি, মন্দিরের অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে। অন্যদিকে, আজমির দরগাহের প্রধান উত্তরাধিকারী এবং খওয়াজা মইনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিশতি ওই দাবিকে ‘সস্তা প্রচার পাওয়ার জন্য স্টান্ট’ বলে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তর প্রদেশের সম্ভলস্থিত শাহী জামা মসজিদকে ঘিরেও একই দাবি তোলা হয়েছিল। নিম্ন আদালতের নির্দেশে সেখানে জরিপের নির্দেশ দেওয়া হয়েছিল যাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জরিপ চলছিল। জরিপের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে হঠাৎ মসজিদ সংলগ্ন অঞ্চলে তিনদিক থেকে পাথর ও ইটবৃষ্টি শুরু হয়। বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে যায় এবং তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। এই ঘটনায় চারজন মুসলিম ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিক্ষোভকারী, পুলিশ ও স্থানীয় কর্মকর্তা মিলিয়ে দু’পক্ষের একাধিক ব্যক্তি জখমও হয়েছেন।

এই আবহে, আগামী ২০শে ডিসেম্বর আজমিরের খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অন্যদিকে, জানুরারি মাসের আট তারিখ খাজা মইনুদ্দিন চিশতির উরস। সেই উপলক্ষ্যে প্রতিবছর দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠানে শামিল হন কয়েক লক্ষ মানুষ। বেশ আগে থেকেই উৎসবের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দরগাহকে ঘিরে যে দাবি ও পাল্টা দাবির ঝড় উঠেছে তাকে কেন্দ্র করে আজমিরের পরিস্থিতি অন্যবারের তুলনায় বেশ আলাদা।

সবা:স:জু-১৭২/২৪

 

সূফী মতাদর্শ আহলে সুন্নত ওয়াল জামাত (সূফী সংঘ) কাউন্সিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:

সূফী মতাদর্শ আহলে সূন্নাত ওয়াল জামাত (সূফী সংঘ)ব্রাহ্মণবাড়িয়া কাউন্সিল ২০২৫ খ্রিঃ,১৭মে রোজ শনিবার সকাল ১০ টায় উত্তর পৈরতলা চিশতিয়া(হুমায়ুন চিশতি র:) এর খানকা শরীফে অনুষ্ঠিত, ১৫১ সদস‍্য বিশিস্ট জেলা কমিটি গঠন করা হয়। উপস্হিত কাউন্সিলরদের সম্মতিক্রমে, সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ কে সভাপতি, মুফতি মোস্তাক আহমেদ পাঞ্জাতনী সিনিয়র সহ-সভাপতি –ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক, মাওলানা আল- আমিন হাবিবী যুগ্ম সাধারণ সম্পাদক, এবং খাজা নওশাদ কবীর চিশতি কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়,,,নারায়ে তাকবির আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলীহি ওয়া সাল্লাম, নারায়ে হায়দারী ইয়া মাওলা আলী আ:,,,উক্ত স্লোগান সামনে রেখে তারা সমগ্র বাংলাদেশের ঈমানদার মুসলমান সকলকে আহ্বান জানান প্রকৃত অর্থে ইসলামের ধর্মীয় আচার বিশ্বাসী মানুষেরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের প্রতিশ্রদ্ধাশীল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার,ও তাঁর বন্ধু রেখে যাওয়া দীনি দাওয়াতি কার্যকর্মের পরিধি বিস্তৃত করা এবং সকল মুসলমান একে ওপরে চাদরে আবৃতি করে এক মুসলিম আর এক মুসলিম এর ভাই, তাই অন্যকোন পথে এগিয়ে যাওয়ার রাস্তা নাই, বাংলাদেশে উগ্রবাদী মানুষিকতা পরিহার করে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ র্বিনিমানে সকলের ভেদাভেদকে উর্ধে রেখে আগামীর পথ চলা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম