তারিখ লোড হচ্ছে...

হাসিনা সরকারের আমলে প্রায় দেড় লাখ কোটি টাকার ঘুস লেনদেন

স্টাফ রিপোর্টার॥

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে পাসপোর্ট, বিআরটিএ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা ও ভূমি খাতের নাম উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সেবা খাতে দুর্নীতি:

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে পাসপোর্ট, বিআরটিএ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা ও ভূমি খাতের নাম উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩’-এর ফলাফলে।

জরিপে বলা হয়, মে ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ মেয়াদে সার্বিকভাবে ৭০ দশমিক ৯ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। একই সময়ে সার্বিকভাবে ঘুসের শিকার হওয়া খানার হার ৫০ দশমিক ৮ শতাংশ। সর্বোচ্চ ঘুস গ্রহণকারী তিনটি খাত হলো পাসপোর্ট, বিআরটিএ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

গতকাল রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। টিআইবির জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ জরিপের মেয়াদকালে ১৮টি খাত বিবেচনায় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত পাঁচটি খাত হচ্ছে পাসপোর্ট ৮৬ শতাংশ, বিআরটিএ ৮৫ দশমিক ২ শতাংশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৭৪ দশমিক ৫ শতাংশ, বিচারিক সেবা ৬২ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবা ৫১ শতাংশ।

সর্বোচ্চ ঘুস গ্রহণকারী পাঁচটি খাত হচ্ছে পাসপোর্ট ৭৪ দশমিক ৮ শতাংশ, বিআরটিএ ৭১ দশমিক ৯ শতাংশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৫৮ দশমিক ৩, বিচারিক সেবা ৩৪ দশমিক ১ ও ভূমি সেবা ৩২ দশমিক ৩। জরিপে অন্তর্ভুক্ত ঘুসদাতা খানার ৭৭ দশমিক ২ শতাংশ ঘুস দেয়ার কারণ হিসেবে ‘ঘুস না দিলে সেবা পাওয়া যায় না’—এ কথা বলেছেন, অর্থাৎ ঘুস আদায়ের প্রাতিষ্ঠানিকীকরণ অব্যাহত রয়েছে।

এছাড়া ২০২৩ খানা জরিপে সার্বিকভাবে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুসের পরিমাণ প্রায় ১০ হাজার ৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ১ দশমিক ৪৩ শতাংশ এবং বাংলাদেশের জিডিপির ০ দশমিক ২২ শতাংশ। টিআইবির ২০১০ সাল থেকে পরিচালিত খানা জরিপে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে ন্যূনতম প্রাক্কলন অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়ে অন্তর্ভুক্ত খাত/প্রতিষ্ঠানগুলো থেকে সেবা নিতে গিয়ে বাংলাদেশের খানাগুলো প্রায় দেড় লাখ কোটি টাকা (১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি) ঘুস দিতে বাধ্য হয়েছে।

জরিপে আরো দেখা যায়, দরিদ্র, নিম্ন আয় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দুর্নীতি একটি অন্যায্য বোঝা। নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর ঘুস ও নিয়মবহির্ভূত অর্থের লেনদেনের প্রভাব তুলনামূলকভাবে বেশি। যেসব খানার মাসিক আয় ২৪ হাজার টাকার কম তাদের বার্ষিক আয়ের শূন্য দশমিক ৯৩ শতাংশ ঘুস হিসেবে খরচ করতে হয়, পক্ষান্তরে মাসিক আয় ৮৫ হাজার টাকার বেশি এমন খানার ক্ষেত্রে এ হার শূন্য দশমিক ২১ শতাংশ।

দুর্নীতি প্রতিরোধের হাতিয়ারগুলো বাংলাদেশে ব্যবহার হয় না উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দেখে আসছি “‍দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা” বিষয়টি শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কাগজে-কলমে সরকার দুর্নীতি রোধের কথা বললেও দুর্নীতির চিত্র তুলে ধরা প্রতিবেদনগুলো প্রত্যাখ্যাত হয়। উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ করছি যে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সাধারণ জনগণ জিম্মি হয়ে দুর্নীতিকে মেনে নিতে বাধ্য হচ্ছে। দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত নানা অনুষ্ঠান আয়োজনে তাদের সভাপতি-প্রধান অতিথির আসনে বসানো হয়, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির মর্যাদা দেয়া হয়। যারা দুর্নীতি করেন, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

৩ লাখ ৬১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়, বড় ঘাটতির শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

চলতি ২০২৪-২০২৫ অর্থবছর (জুলাই-জুন) শেষে প্রাথমিক হিসাবে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগ ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যদিও অর্থবছরের আজকের দিনের হিসাব বাদ দিয়ে এমন পরিসংখ্যানের কথা জানালেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অর্থবছরের শেষদিনের পরিসংখ্যান যোগ করলে রাজস্ব আদায়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা। তারপরও বড় ধরনের ঘাটতির মুখে পড়বে প্রতিষ্ঠানটি।

সোমবার (৩০ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাবো। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি এটা নিশ্চিত।

চলতি অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয় বলে জানা গেছে।

এর আগে গত ১১ মাস (জুলাই-মে) শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা। ৬ শতাংশ প্রবৃদ্ধিতে অর্থবছরের মে মাস পর্যন্ত আহরণ হয় ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি ২৬ লাখ টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮৩.১০ শতাংশ। ওই সময়ে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৪৬০.৪৫ কোটি টাকা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার