তারিখ লোড হচ্ছে...

গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না

স্টাফ রিপোর্টার: 

গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না। গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না।

 

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত, জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এ সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।

 

‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার’—যোগ করেন তিনি।

 

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।

 

সবা:স:জু-১৯৪/২৪

ডিএমপি মিডিয়ার নতুন এসি জাহাঙ্গীর কবির

 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির।

১৩ জুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের এক অফিস আদেশে এ দায়িত্ব পান তিনি।

পুলিশের এ কর্মকর্তা ২০২১ সালে ৩৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।

মো. জাহাঙ্গীর কবির ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম