তারিখ লোড হচ্ছে...

শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুল ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর শাহবাগ থানার ঢাকা ক্লাবের সামনে বাসের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ভোর ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছেলে অনিক বলেন, আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটরসাইকেল চালিয়ে তিনি ফুল আনতে বের হন। যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। আমরা আরও জানতে পেরেছি এই ঘটনায় বাসের চালক ও ঘাতক বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

সবা:স:জু- ১৯৫/২৪

রাজফুলবাড়ীয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী নদীরাম সরকার গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক :

ডিবি উত্তর ঢাকা জেলা কর্তৃক ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম ২৫/০৬/২০২৩ ইং তারিখ ২০.৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজফুলবাড়ীয়া এলাকা হইতে আসামী ১। নদীরাম সরকার (৪০), পিতা-মৃত কেবল সরকার, সাং-সোভাপুর, রাজফুলবাড়ীয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা কে সর্বমোট ৪০ (চল্লিশ) বোতল সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।

উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।অভিযোগ রযেছে সে অনেকদিন যাবত মাদক ব্যবসা করে আসছে কিন্তু বরাবরের মতোই রয়ে গেছে ধরাছোয়ার বাহিরে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম