তারিখ লোড হচ্ছে...

সীমান্তে বাংলাদেশি হত্যা

স্টাফ রিপোর্টার: 

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুক্রবার (৬ ডিসেম্বর) আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না। অথচ গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বিগত দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তিনি বলেন, নিয়মিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও হত্যাকাণ্ড অব্যাহত রাখা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত।

এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের ছাত্র-জনতা আপসহীন ভূমিকা পালন করবে। ভারতের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ ভুলে সবাই ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলসহ সব হলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ তারই উৎকৃষ্ট দৃষ্টান্ত।

বিবৃতিতে দেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নজিরবিহীন হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয়।

 

সবা:স:জু- ২১৪/২৪

 

আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইইউ: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

আগামীর জাতীয় নির্বাচন, সংস্কার প্রস্তাবসহ নানা বিষয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও রয়েছে এর আগ্রহ। ভূ-রাজনৈতিক কারণেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে কাজ করছে দেশের রাজনৈতিক দলগুলোও।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার প্রস্তাব ও আগামীর নির্বাচনসহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে সংবাদ সম্মেলনে আমীর খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি অনেক সিদ্ধান্ত আছে যেগুলোর জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা জানিয়েছে ইইউ।

বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় একমত হওয়ার পাশাপাশি এর জন্য ইইউ অর্থায়ন করতে চায় বলেও জানান বিএনপির এই নেতা।

আমীর খসরু আরও বলেন, ‘শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইইউ। নির্বাচিত সরকারকে সাধারণ ঋণ ও অনুদানের বাইরে গিয়েও অর্থায়ন করতে চায়।

language Change
সংবাদ শিরোনাম