
স্টাফ রিপোর্টার :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে জাতীয় ঐক্যের মাধ্যমে কী বার্তা দিতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো? শুধুই কী ভারতের আগ্রাসী মনোভাব ঠেকানো? নাকি জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলে হাঁটবে রাজনৈতিক দলগুলো।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ইস্যূতে একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। তবে, জাতীয় ঐক্যের লক্ষ্যে গত বুধবারের বৈঠককে ভিন্ন প্রেক্ষাপটে দেখা হচ্ছে। একটি বিশেষ পরিস্থিতিতে দল-মতনির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ। সেই উদ্যোগের মাধ্যমে কী বার্তা দেয়া হয়েছে; প্রশ্ন ছিলো রাজনৈতিক দলের নেতাদের কাছে।
তারা বলেন, মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো ছাড় নয়। হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এর পেছনেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূমিকা আছে বলে মনে করেন তারা।
অবশ্য, নির্বাচিত সরকার ছাড়া এমন আগ্রাসী মনোভাব মোকাবেলা কঠিন সেই বার্তাটিও দিতে চেয়েছেন বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের নেতারা।
সবা:স:জু-২৩০/২৪