তারিখ লোড হচ্ছে...

মাদকের স্বর্গরাজ্য কুষ্টিয়ার দৌলতপুর

স্টাফ রিপোর্টার: 

কুষ্টিয়ার দৌলতপুর যেন মাদকের স্বর্গরাজ্য। হাত বাড়ালেই পাওয়া যায় নানা ধরনের মাদক। ভারতের সীমান্ত পেরিয়ে আসছে মাদকদ্রব্য। কুষ্টিয়া সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা এসব মাদক ছড়িয়েও পড়ছে দেশের নানা প্রান্তে। দু-একজন পাচারকারী ধরা পড়লেও নেপথ্যের গডফাদাররা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। ৪৬ কিলোমিটার জুড়েই ভারত সীমান্ত। তার ১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া, বাকি ২৮ কিলোমিটার উন্মুক্ত। সেই পথে আসছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। হাত বদল হয়ে যা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে।

ভারত থেকে পাচার হয়ে প্রতিদিন দেশে ঢুকছে প্রচুর ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবা ও মদ।

উদ্বিগ্ন নাগরিক সমাজ বলছেন, পুলিশ প্রাশাসনের তদারকি কমে যাওয়ায় বেড়েছে মাদক পাচার ও ব্যবসা। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে ধ্বংস হয়ে যাবে দেশের যুব সমাজ।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাদক পাচাররোধে অভিযান চলমান রয়েছে। অভিযানে মাদকসহ কারবারীদের আটকও করা হচ্ছে।

 

সবা:স:জু-২৩৪/৩৪

জেনেভা ক্যাম্পের ‘মাদক সম্রাট’ চুয়া সেলিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জানয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৫ আগস্টের পর মাদক কারবারি চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের দ্বন্দ্বের জেরেই ক্যাম্পে ৭ জন খুন হন। এসব খুনের মামলার অন্যতম আসামি চুয়া সেলিম। কিছু দিন আগে তার প্রতিদ্বন্দ্বি বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে যাওয়ায় চুয়া সেলিমকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হবে বলে জানিয়ে র‌্যাব।

 

সবা:স:জু- ৭২০/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার