তারিখ লোড হচ্ছে...

স্টাফ রিপোর্টার:
ঈদগাঁও উপজেলা নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মিয়ার টিউবওয়েল প্রতীক নিয়ে এবার নির্বাচনী মাঠে ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন ছোটন রাজা। সর্বত্র স্থানে জোয়ার দেখা দিয়েছে। সাধারণ ভোটার সমাজ উৎফুল্ল হয়ে পড়েন। শেষ মুহুর্তে চমক দিতে পারেন প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এসটি এম রাজামিয়ার সন্তান।
সাবেক কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, সরকারী কলেজের সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজামিয়ার কথা গ্রামীন জন পদে সাধারণ মানুষ এখনো ভুলেননি। তারই জনপ্রিয়তার রেশ ধরে রাজা মিয়ার বড় সন্তান  টিউবওয়েল প্রতীকের মো: আরিফ মিয়াকে
যেদিকে যান সেদিকে সাদরে গ্রহণ করে নিচ্ছে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। তিনি নিবার্চনে জয়ের লক্ষে মাঠ গোছাতে সময় দিয়ে যাচ্ছেন ৷
প্রার্থীর ছোটভাই পল্লী বিদ্যুৎ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা নির্বাচনে মাঠে নামার ফলে পরিস্থিতি ভিন্ন রকমের মোড় নিয়েছেন। শুরু হলো টিউবওয়েল প্রতীকের পক্ষে গনজোয়ার।
আরিফ মিয়া তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বৃহৎ এলাকা ভাগ্যেন্নয়ন, অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন। মো:আরিফ মিয়া ভোট করার খবরে বন্ধুমহল,আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীসহ ব্যবসায়ীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। শিক্ষিত যুবক,তারুন্যের অহংকার ভাইস চেয়ারম্যান মো আরিফ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে উপজেলাধীন পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।
ঈদগাঁওর বিভিন্ন এলাকায় টিউবওয়েলকে জয় যুক্ত করতে প্রকাশ্য বা নীরবে কর্মীরা কাজ করে যাচ্ছেন গ্রামীন জনপদে। প্রার্থী মো:আরিক মিয়া জানান, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনে কাজ করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি অবহেলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ মহিলা কলেজ ও ফায়ার সার্ভিস স্থাপনে প্রচেষ্টা চালানো হবে।
সবা:স:জু- ২৪৩/২৪

দেশান্তরী হচ্ছেন নাসির

ন্টাফ রিপোর্টা্র॥

জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০১৮ সালে খেলেছিলেন নাসির। তখন পারফরম্যান্স খারাপ হওয়ায় বাদ পড়েছিলেন। এরপর আর খেলার সুযোগ পাননি। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ফর্মে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ১২ ম্যাচ খেলে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬ উইকেট।

এমন নজরকাড়া পারফর্ম করেও নির্বাচকদের নজরে আসতে ব্যর্থ হয়েছেন। বিপিএলের পর কয়েকটি সিরিজ হয়ে গেলেও নাসির ডাক পাননি। সামনে বিশ্বকাপেও তার দলে ডাক পাওয়ার সম্ভাবনাও নেই। অন্যরা সুযোগ পেলেও নাসির থেকেছেন উপেক্ষিত।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে রয়েছেন নাসির। তবে এত পারফর্ম করেও কোনো এক অজানা কারণে নাসির সুযোগ পাচ্ছেন না। নাসিরের আশা ছিল অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিংবা বাংলাদেশ টাইগার্সে ডাক পাবেন। তবে তার কোনোটিই হয়নি। আর এমন দল নির্বাচন প্রক্রিয়ায় অসন্তুষ্ট নাসির। অনেকটা অভিমানেই যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।

শনিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি যুক্তরাষ্ট্রে চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। সেখানে খেলতে যাচ্ছি আমি।’

যুক্তরাষ্টের জাতীয় দলের হয়ে খেলবেন কিনা? এমন প্রশ্নের জবাবে নাসিরের উত্তর, ‘ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কি হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’

জাতীয় দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেওয়া হয়নি তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন আসল, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানিনা। আমাকে দলে না নেওয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারিনা, কেন আমাকে দলে রাখা হয়নি।’

নির্বাচকদের প্রসঙ্গে নাসির আরও যোগ করেন, ‘আপনি যখন নির্বাচক, তখন কার সঙ্গে আপনার কেমন সম্পর্ক, সেটা তো আর আপনি দেখবেন না। দেশের স্বার্থে যেটা সবচেয়ে ভালো হয়, আপনি সেই সিদ্ধান্তই নেবেন। আমার কাছে মনে হয় আপনি টি-টোয়েন্টি ভালো খেলেন, তবে আপনাকে দিয়ে টেস্ট খেলাচ্ছে। এটা ঠিক নয়। যে যেখানে ভালো খেলবে, তাকে সেখানে সুযোগ দেওয়া উচিত।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম