তারিখ লোড হচ্ছে...

স্টাফ রিপোর্টার:
ঈদগাঁও উপজেলা নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মিয়ার টিউবওয়েল প্রতীক নিয়ে এবার নির্বাচনী মাঠে ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন ছোটন রাজা। সর্বত্র স্থানে জোয়ার দেখা দিয়েছে। সাধারণ ভোটার সমাজ উৎফুল্ল হয়ে পড়েন। শেষ মুহুর্তে চমক দিতে পারেন প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এসটি এম রাজামিয়ার সন্তান।
সাবেক কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, সরকারী কলেজের সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজামিয়ার কথা গ্রামীন জন পদে সাধারণ মানুষ এখনো ভুলেননি। তারই জনপ্রিয়তার রেশ ধরে রাজা মিয়ার বড় সন্তান  টিউবওয়েল প্রতীকের মো: আরিফ মিয়াকে
যেদিকে যান সেদিকে সাদরে গ্রহণ করে নিচ্ছে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। তিনি নিবার্চনে জয়ের লক্ষে মাঠ গোছাতে সময় দিয়ে যাচ্ছেন ৷
প্রার্থীর ছোটভাই পল্লী বিদ্যুৎ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা নির্বাচনে মাঠে নামার ফলে পরিস্থিতি ভিন্ন রকমের মোড় নিয়েছেন। শুরু হলো টিউবওয়েল প্রতীকের পক্ষে গনজোয়ার।
আরিফ মিয়া তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বৃহৎ এলাকা ভাগ্যেন্নয়ন, অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন। মো:আরিফ মিয়া ভোট করার খবরে বন্ধুমহল,আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীসহ ব্যবসায়ীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। শিক্ষিত যুবক,তারুন্যের অহংকার ভাইস চেয়ারম্যান মো আরিফ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে উপজেলাধীন পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।
ঈদগাঁওর বিভিন্ন এলাকায় টিউবওয়েলকে জয় যুক্ত করতে প্রকাশ্য বা নীরবে কর্মীরা কাজ করে যাচ্ছেন গ্রামীন জনপদে। প্রার্থী মো:আরিক মিয়া জানান, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনে কাজ করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি অবহেলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ মহিলা কলেজ ও ফায়ার সার্ভিস স্থাপনে প্রচেষ্টা চালানো হবে।
সবা:স:জু- ২৪৩/২৪

দুর্নীতিতে মোড়ানো মাফরুল সাদিক প্রিন্স

স্টাফ রিপোর্টার: 

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের মাফরুল সাদিক প্রিন্স, যিনি একজন (ডেসকো) এর ডিপ্লোমা উপবিভাগীয় প্রকৌশলী।বিওবি বিভাগ খিলক্ষেত এ কর্মরত রয়েছেন। এর আগে তিনি মিরপুর ১৩ নম্বরে (ডেসকোর) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন।

ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি।পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন।যখন তিনি ঢাকায় আসেন তখন তার কাছে মেসে থাকা খাওয়ার টাকাও ছিল না।ডেসকোতে চাকুরীতে যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি ছিলেন ।

দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন।

এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না।তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট,জেনারেটর, সোলার,সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে ” লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন। গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রি প্লেক্স বাড়ি, যা এলাকার বাসিন্দার কাছে “কিং প্যালেস” নামে পরিচিত।

দিঘা ইমতিয়াজ মোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ক্যাশ প্রদান সাপেক্ষে তিনি আজীবন দাতা সদস্য হয়েছেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় তার রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট। যার ঠিকানা: ব্লক-জি, বাসা নম্বর#১৩৮, রোড নাম্বার# ১৯, বসুন্ধরা আবাসিক, ঢাকা।

এছাড়াও এন ব্লকে স্ত্রীর নামে ৫ কাঠা জায়গায় ১০ তলা বাড়ি এবং ২ টা গাড়ি রয়েছে।(২০২৪ মডেলের হুন্দাই জীপও নোয়া মাইক্রো বাস)।

লাবনী এন্টারপ্রাইজ এ দীর্ঘ ১৬ বছর ধরে প্রিমিয়ার ব্যাংক, নিকুঞ্জ শাখায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।এছাড়াও নাম বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে খোঁজ নিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ডেসকো বিওবি বিভাগ খিলক্ষেত এ কর্মরত মাফরুল সাদিক প্রিন্স এর অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।

মুঠোফোনে তার সাথে কথা হলে সংবাদ কর্মী পরিচয় পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতা,শত কোটি টাকার মালিক, আমি যা ইচ্ছা তাই করব তাতে তোর কি? আমার বিরুদ্ধে যা খুশি লিখ তাতে আমার কিছুই যায় আসে না।

 

সবা:স:জু- ৩৭৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম