তারিখ লোড হচ্ছে...

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত ও টিসিবি কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার: 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি টিসিবি কার্ড বিতরণ করা হয়।
৫ ডিসেম্বর জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

মামুন সিরাজুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত, ঈদগাঁও জালালাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৃণা সাহা, জালালাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ইউপি সদস্য মুজিবুর রহমান।

অনুষ্ঠানে (ইউএনও) বিমল চাকমা বলেন, “জনগণের দোরগোড়ায় সেবার মান ত্বরান্বিত করতে ইউনিয়ন পরিষদে সেবার মান বাড়াতে নাগরিক  সেবা জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে পুরো ইউনিয়নের বিপুল সংখ্যক লোক জন উপস্থিত হন। স্থানীয় জনগণ সেবা কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি টিসিবি কার্ড বিতরণ কার্যক্রম স্থানীয় জনগণের জন্য বিশেষ সহায়তা হিসেবে চিহ্নিত হয়েছে।

 

সবা:স:জু-২৪৪/২৪

প্রতিদিন খালি পেটে লেবুর পানি খাওয়ার উপকারিতা!

স্টাফ রিপোর্টার:

সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে বাড়ছে লেবুর রস মেশানো গরম পানি খাওয়ার প্রবণতা। বিশেষত খালি পেটে এই পানীয় গ্রহণ করলে ওজন কমানো থেকে শুরু করে ত্বক উজ্জ্বল রাখার মতো একাধিক উপকার পাওয়া যায় বলেই দাবি করছেন পুষ্টিবিদদের একাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস কয়েক দিন চালালেই ফল মিলবে না। নিয়মিত অন্তত ৩০ দিন এই মিশ্রণ পান করলেই মিলবে প্রকৃত উপকার।

চলুন, দেখে নেওয়া যাক, কী কী উপকার পাওয়া যাবে নিয়মিত লেবুর পানি পান করলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক উজ্জ্বল রাখে

পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন খালি পেটে এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকও হয় উজ্জ্বল।

ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে

লেবুর পানি খেলে ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস ওজন কমাতেও সহায়ক।

হজম শক্তি বাড়ায় ও গ্যাসের সমস্যা কমায়

এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমে সহায়ক। যারা গ্যাস বা বদহজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই পানীয় উপকারী।

মুখ ও ত্বকের দুর্গন্ধ দূর করতে সহায়ক

লেবুতে থাকা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান মুখ ও ত্বকের দুর্গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে।

শরীরে পানির ভারসাম্য বজায় রাখে

লেবুর রস মেশানো জল পান করলে স্বাদে ভিন্নতা আসে, ফলে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করেন। এতে শরীর হাইড্রেটেড থাকে।

কিভাবে এই পানীয় গ্রহণ করবেন?

একটি বড় আকারের লেবুর রস এক গ্লাস গরম বা ঘরের তাপমাত্রার পানিতে মিশিয়ে খালি পেটে পান করতে হবে। তবে যারা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের এই পানীয় গ্রহণে সতর্কতা অবলম্বন করা উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম