তারিখ লোড হচ্ছে...

সিরিয়া থেকে পালিয়ে স্বপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে স্বপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রাশিয়ায় তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। এদিকে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাতে দায়িত্বভার তুলে দেয়ার আগ পর্যন্ত, দেশ চালাবেন বিদায়ী প্রধানমন্ত্রী।

এ বিজয়কে স্বাগত জানিয়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। দামেস্কে ফিরে ঐক্য ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্রোহী সংগঠনের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি।

স্বৈরশাসন থেকে মুক্ত হওয়ার আনন্দে সিরিয়ার রাজপথে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ছেন। হাজার হাজার মানুষ দামেস্কের উমাইয়াদ স্কয়ারে জড়ো হয়ে মেতে ওঠেন বিজয়োল্লাসে। এ যেনো এক টুকরো কলম্বো অথবা ঢাকার প্রতিচ্ছবি।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অভিযানের মুখে, ২৪ বছর সিরিয়া শাসন করা বাশার আল আসাদ রোববার ভোরে পদত্যাগ করে পালিয়ে যান। বিদ্রোহীরা দামেস্কে ঢোকার পরই সেখানকার কুখ্যাত সেদনায়া কারাগার উন্মুক্ত করে দেয়। ভেঙে ফেলা হয় বাশারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য।

দেশ থেকে পালানোর পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, স্বপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করছিলেন, তখন বিমানবন্দর ছেড়ে যায় সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি্। উড়াল দেয়ার কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিজয় অর্জিত হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বীরের বেশে রাজধানী দামেস্কে যান হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। আনন্দে আত্মহারা সিরিয়াবাসী বরণ করেন তাদের মুক্তির দূতকে। পরে উমাইয়াদ মসজিদে দেয়া ভাষণে আল জোলানি বলেন, এ বিজয় জীবিত কিংবা শহীদ হওয়া প্রতিটি নাগরিকের। সিরিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে সাম্য আর ঐক্যের মধ্যে। মিত্রদের পাশে থাকার আহ্বান জানান আবু মোহাম্মদ আল জোলানি।

বিদ্রোহীদের বিজয়ে অভিনন্দন জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আসাদকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সিরিয়া ও প্রতিবেশি দেশগুলোর সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। তবে, এ ইস্যু থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলে মনে করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, দেশটিতে আগ্রহ হারিয়ে ফেলেছিল রাশিয়া। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে ব্রিটেন ,ফ্রান্স, ইতালি, জার্মানি ও ইউক্রেন।

আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার একতা, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে তুরস্ক, মিশর, জর্ডান ও ইরাক।

তবে এতো দিন আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসা ইরান বলেছে, জনগণই সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবে। কোনো বিদেশী হস্তক্ষেপ কাম্য নয়।

 

সবা:স:জু- ২৫৯/২৪

সিভিল অ্যাভিয়েশনের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা জড়িয়ে পরছেন মানব পাচারে, গড়ে তুলছেন অবৈধ সম্পদের পাহাড়

স্টাফ রিপোর্টার:

সিভিল অ্যাভিয়েশনের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা জড়িয়ে পরছেন মানব পাচারে, গড়ে তুলছেন অবৈধ সম্পদের পাহাড়।
সরকার মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও
কাউছার আলম মোল্লা উচ্চমান সহকারী (প্রশাসন) বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর নামে একদল আদম পাচারকারীদের সাথে আঁতাত করে ইমিগ্রেশন পার করে দিচ্ছেন। এ সকল পাচারকারী দালালদের সাথে কন্ট্রাক্ট করেই পাচার করা হচ্ছে আদম।
খোঁজ নিয়ে জানাযায় কিছুদিন আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচারের তালিকা তৈরি করা হয়, অর্থের বিনিময়ে নিজের নাম কাটিয়ে নেন মানব পাচারের হোতা কাউছার আলম মোল্লা।কিছু ওয়াটসএপের ম্যাসেজের সূত্র ধরে তার বিষয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে উল্লেখযোগ্য তার অবৈধভাবে উপার্জিত অর্থ। একজন তৃতীয় শ্রেনীর কর্মকর্তার বেতন ও সরকারি সকল সুযোগ সুবিধা যোগ করেও মিলছেনা কাউছার মোল্লার সম্পদের হিসেব। নামে বেনামে করেছে অনেক সম্পদ তার মধ্যে সামান্য কিছু সম্পদের হদিস মিলে –
১)ঢাকা এয়ারপোর্ট পাকঘর শাখায় নিজ নামে ৩০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট এবং স্ত্রী মোসাঃ নাসিমা আক্তারের নামে ৩৫ লক্ষ টাকা।
২) নীলাচল ৩৭০/২ কাওলার জামতলা, দক্ষিণ খান ঢাকায় ২ য় ও ৬ ষ্ঠ তলায় রয়েছে ২ টি বিশাল বিলাসবহুল ফ্ল্যাট যার বাজার মূল্য পায় ২ কোটি টাকা।
৩) পুলিশ হাউজিং সোসাইটি -৩, পূর্বাচলে ১ কোটি টাকা মূল্যের ৫ কাঠার একটি প্লটের সন্ধান মিলে।
৪) নিজ গ্রামের বাড়িতে ৪ তলা ইমারত নির্মাণ সহ কিনেছেন চাষের জমি।
৫) নিজের নামের ব্যাংক একাউন্ট বন্ধ রেখে ব্যবহার করছেন তার ব্যবসায়ীক বোনজামাইয়ের ব্যাংক একাউন্ট।
এ বিষয় বিস্তারিত জানার জন্য ফোন করা হয় কাউছার আলম মোল্লাকে কিন্তু সে ফোন রিসিভ করছেনা।
এর পরে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান জনাব এম মফিদুর রহমান এয়ার ভাইস মার্শালের কাছে জানতে চাইলে  তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

language Change
সংবাদ শিরোনাম