তারিখ লোড হচ্ছে...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শব্দের অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

সন্ধ্যা ছটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার, মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাতে বিশ্বিবদ্যালয় প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ করে এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার পর উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে সাউন্ডবক্সে গান বাজিয়েছেন শামসুন্নাহার ও রোকেয়া হলের শিক্ষার্থীরা।

তাদের দাবি, উচ্চশব্দের কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। পরীক্ষা চলাকালে শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন তারা। টিএসসি এলাকায় সন্ধ্যার পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়।

 

সবা:স:জু- ২৬২/২৪

গুচ্ছের পছন্দক্রমে সর্বোচ্চ আবেদন জবিতে

 

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি :

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগ পছন্দক্রমসহ সবচেয়ে বেশি ভর্তি আবেদন পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ২৩ হাজারেরও বেশি শিক্ষার্থী জবিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৫৯৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৬৫৮ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৮২৮, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৫০০, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ১৩৪, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ২৮৩, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৫৩৭, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৯১০, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৭৪৩, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৫২৬ জন।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৯৪৬, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৪৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৩৭২, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫৫৪, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ৮৩৬, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চার হাজার ১৫৯, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৫৪৩, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ১৯, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ২১, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার হাজার ২৯২ , কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১৯, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৪১, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৪৩ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৬১ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম