তারিখ লোড হচ্ছে...

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের বিরুদ্ধে ৫ দপ্তরে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা,আইজিপি, পুলিশ কমিশনার সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

অভিযোগে জানাযায়, এসআই রেজাউল একটি সাদা প্রাইভেট কারে যার নাম্বার ঢাকা মেট্রো- গ ১৩-৩৮৯১ এই গাড়ি দিয়ে বিভিন্ন ভাবে নিয়মিত মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন।

এসআই রেজাউল সদরে ডিবিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন সময়ে তাকে সতর্ক করে দেয়া হয় তিনি যেন এসব কাজে পূণরায় লিপ্ত না থাকেন পরবর্তীতে তাকে ডিবে থেকে সদর থানায় পোস্টিং করানো হয়, কিছুদিন থেমে থাকার পর আবারও জড়িয়ে যায় অপকর্মে।

বর্তমানে তিনি তার বন্ধু বোদল ইউনিয়নের সোহেল সোর্স ( সোহেলকে) দিয়ে একের পর এক অপকর্মে জড়ায়। অভিযোগ রয়েছে এস আই রেজাউল ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষদের বিভিন্ন হয়রানি মূলক মামলা ফাঁসিয়ে দেয়ার কথা বলে সোর্স সোহেলের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ভয়ে এলাকা বাসী মুখ খুলেননা।

সম্প্রতি তার বিরুদ্ধে এ,আই,জি,ক্রাইম সিকিউরিটি সেল,স্বরাষ্ট্র উপদেষ্টা,ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া বরাবর একাধিক লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

অভিযোগে উল্লেখ করা হয় রেজাউল করিম বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে মাদক বাণিজ্য, আবাসিক হোটেল থেকে পতিতাদের ব্যবসার টাকা উত্তোলন, মিথ্যা মামলা করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কে হয়রানি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া,কেউ মুখ খুললে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয় এস আই রেজাউল।

অনুসন্ধানে জানাযায়, ঢাকা মেট্রো ঘর ১৩-৩৮৯১ গাড়িটি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সওদাগর পাড়া মসজিদ রোডের ২৭৯ নং বাড়ির কাজী কফিলুদ্দিনের ছেলে কাজী হাফিজুল ইসলামের।
একজন পুলিশ কর্মকর্তা এরকম প্রকাশ্যে জনসমমুখ্যে একটি প্রাইভেটকার নিয়ে চলাচলে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এস আই রেজাউল করিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ডিবিতে থাকাকালীন অবস্থায় নাটাই ইউনিয়নের আমতলী এলাকার একটি বাড়িতে একটি মহিলাকে মারধর করে ও অস্ত্র উচিয়ে ভয় প্রদর্শন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। যা পরে তদন্ত সাপেক্ষে তাকে নিরস্র করে পানিশমেন্ট প্রদান করা হয়।

এসব ব্যাপার জানতে চেয়ে এস আই রেজাউল করিমকে ফোন দিলে তিনি সাংবাদিকের সাথে অশুভ আচরণ করেন।

বুড়িচংয়ে ২ নং বাকশীমুল ইউপি নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মারুফ হোসেন-(বুড়িচং)

কুমিল্লা বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম (বর্তমান চেয়ারম্যান) এর বিরুদ্ধে কালিকাপুর বাজার সংলগ্ন মোঃ জয়নাল হোসেন শামীম এর অফিস কক্ষে ২২ জানুয়ারী শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয় গত ২১ জানুয়ারি একটি সামাজিক অনুষ্ঠানে ও একটি ফেইসবুক লাইভে মোঃ আব্দুল করিম ২ নং বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে অশোভন মন্তব্য করেন। গত ৪০ বছর বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা দলের বিভিন্ন পোস্ট বহন করে আওয়ামী লীগের করুন অবস্থা করে রেখেছে। দলের সকল সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু দলের জন্য কোনো কিছুই করে নি। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর আহ্বানে ও সাবেক বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন শামীম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান লিটন, মোঃ রুহুল আমিন খোকন, হাজী এমদাদুল হক, হাজী মফিজুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আনু মিয়া, সাবেক মেম্বার মোঃ গোলাম সারোয়ার, আবদুস সাত্তার মাস্টার, মোঃ সাইফুল ইসলাম রাজিব, মুনসাত, শাহপরান, সাখাওয়াত হোসেন, মোঃ ইমন, রাজিব, আবু সুফিয়ান, শামীম আখন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর সকল নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম আবদুল হক মাস্টার, মোঃ জয়নাল হোসেন শামীম, আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, হাজী এমদাদুল হক সহ আরো অনেকে। জয়নাল হোসেন শামীম বলেন আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে কথা বলি না। আমরা কথা বলছি আবদুল করিম এর বিরুদ্ধে। আমাদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদেরকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ডিজিটাল বাংলাদেশ গঠনে সর্বাধিক সহায়তা করার প্রত্যায় করবো। নুরুল ইসলাম আবদুল হক মাস্টার বলেন আবদুল করিম নৌকা লোক হতে পারে না। আমরা যারা আওয়ামী লীগ করি তারাই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি মডেল ইউনিয়ন উপহার দেবো। এসময় নেতৃবৃন্দ বলেন, বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ দিনের নিয়ম তান্ত্রিক বঙ্গ করেছে। তাও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন নিয়ে আবদুল করিম চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি বলেন দলের বিরুদ্ধে এবং দলের কর্মীর বিরুদ্ধে আমি কখনো বাজে মন্তব্য করিনি। দলকে ভালোবেসে দলের সার্থে আমি আমি জীবন দিতেও রাজি আছি।

language Change
সংবাদ শিরোনাম