স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় মিরাজ মোল্লা (১৬) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারের চর এলাকায় কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মিরাজ মোল্লা বরিশাল জেলার বানারিপাড়ার মিলন মোল্লার ছেলে।
নৌপুলিশ সূত্রে জানা যায়, মিরাজ মোল্লা নামে ওই কিশোর নদীতে বালুবাহী বলগেটে শ্রমিকের কাজ করতেন। গত ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সহযোগীরা। সোমবার সন্ধ্যায় মোক্তারের চর এলাকায় কীর্তিনাশা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে শনাক্ত করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সুরেশ্বর নৌ ফাড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে মৃত্যুর কারণ জানা যাবে।’
সবা:স:জু-২৭৫/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.