তারিখ লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্রে বিমা কোম্পানি প্রধানের সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

লুইজি মেনজিওনি নামের ওই যুবককে সোমবার, পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র ও একটি বন্দুক জব্দ করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বুধবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়।

 

সবা:স:জু-২৭৮/২৪

মাদক খাইয়ে ১০ নারীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যের আদালত এক ভয়ংকর যৌন অপরাধী চীনা পিএইচডি শিক্ষার্থী ঝেনহাও ঝোউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অন্তত ২৪ বছর কারাভোগ না করা পর্যন্ত তিনি মুক্তি পাবেন না।

মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে ঝোউ লন্ডনে তিনজন ও চীনে আরও সাত নারীকে মাদক খাইয়ে ধর্ষণ করেন।

দক্ষিণ লন্ডনে বসবাসকারী ২৮ বছর বয়সি ঝেনহাও অনলাইন প্ল্যাটফর্ম এবং ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে দেখা করতেন। পরে মদ্যপান বা পড়াশোনার কথা বলে বাড়িতে ডেকে মাদক সেবন করাতেন। এরপর তিনি অজ্ঞান অবস্থায় নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ করতেন।

প্রসিকিউটররা বলছেন, এই ১০ জনের মধ্যে মাত্র তিনজনকে শনাক্ত করা গেছে। পুলিশ আশঙ্কা করছে, আরও বহু নারী তার শিকার হতে পারেন। মামলার রায় ঘোষণার পর এরইমধ্যে ২৪ জন নারী পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।

ইনার লন্ডন ক্রাউন কোর্টে রায় ঘোষণার সময় বিচারক রোসিনা কটেজ কেসি বলেন, ‘আপনি একজন অত্যন্ত মেধাবী ও চতুর যুবক। কিন্তু আপনার ভদ্র ও আকর্ষণীয় মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ংকর যৌন শিকারি। আপনি পরিকল্পিতভাবে ধর্ষণের অভিযান চালিয়েছেন।

বিচারক আরও বলেন, ভুক্তভোগীদের আপনার ভোগের বস্তু হিসেবে ব্যবহার করেছেন। তাদের প্রতি আপনার আচরণ ছিল নির্মম। এই নির্যাতন তাদের জীবনে দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।’

বিচারক জানান, ঝোউ নারীদের ওপর ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যৌন আগ্রহ পোষণ করতেন এবং ভুক্তভোগীরা তার কাছে ছিল একটি জটিল খেলার অংশ, যেখানে সম্মতির কোনো মূল্য ছিল না।

চীনের গুয়াংডং প্রদেশের ডংগুয়ানের বাসিন্দা ঝেনহাও ২০১৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি করার জন্য পড়াশোনা শুরু করেছিলেন বলে জানা গেছে।

 

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান