তারিখ লোড হচ্ছে...

জামালপুর হানাদার মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার: 

আজ জামালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রু মুক্ত হয় জামালপুর।

১৯৭১ সালের এই দিনে রাতভর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প পিটিআই ঘাঁটির উপর চতুর্মূখী গোলার অক্রমণ চালানো হয়। এ আক্রমণে চার শতাধিক পাকিস্তানি সেনা নিহত এবং আহত হন আরো শতাধিক।

১০ ডিসেম্বর ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর নেতৃত্বে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষ স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে জামালপুর জেলা শহর। আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। জামালপুর মুক্ত হওয়ার পরপরই মুক্তিযোদ্ধারা ঢাকার পথে রওনা হয়।

 

সবা:স:জু-২৮০/২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তিনি জেনারেশন জেড-এর নেতৃত্বে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান এর প্রশংসায় নিজে গাওয়া একটি গানের কথা ও ভিডিও প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম