তারিখ লোড হচ্ছে...

ভারতে ডাকাতি–ছিনতাই মামলায় ৪ আ. লীগ নেতা কলকাতায় গ্রেপ্তার

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ডাকাতির অভিযোগে কলকাতা থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। পুলিশ জানিয়েছে, গত রোববার কলকাতা পুলিশের সহায়তায় নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, ডাকাতি, মহাসড়কে দস্যুতা, সরকারি সম্পত্তি বিনষ্ট করা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান সিলেট আওয়ামী লীগের ওই নেতারা।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ–সভাপতি আবদুল লতিফ রিপন এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী ইলিয়াস আহমেদ জুয়েল।

পুলিশ আরও জানায়, মেঘালয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার জন্য ট্রানজিট রিমান্ড নিতে তাঁদের বারাসাত আদালতে তোলা হয়। তবে আদালতে ছুটি চলায় তাঁদের বিচারকের সামনে হাজির করা যায়নি। এরপর তাঁদের শিলং নিয়ে যাওয়া হয়।

ছয়জনের নামে মামলা রয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ। আটক চারজন ছাড়াও, বাকি দুইজন হলেন—সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। তাঁরা পলাতক রয়েছেন।

কলকাতার ওই ফ্ল্যাট থেকে সুনামগঞ্জ ইউনিয়ন পরিষদের একজন কর্মকর্তাকেও আটক করেছিল মেঘালয় পুলিশ। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন জানিয়েছে, মেঘালয় পুলিশ এখনো এ ঘটনার বিষয়ে তাঁদের কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।

সবা:স:জু- ২৯৬/২৪

প্রতিদিন খালি পেটে লেবুর পানি খাওয়ার উপকারিতা!

স্টাফ রিপোর্টার:

সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে বাড়ছে লেবুর রস মেশানো গরম পানি খাওয়ার প্রবণতা। বিশেষত খালি পেটে এই পানীয় গ্রহণ করলে ওজন কমানো থেকে শুরু করে ত্বক উজ্জ্বল রাখার মতো একাধিক উপকার পাওয়া যায় বলেই দাবি করছেন পুষ্টিবিদদের একাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস কয়েক দিন চালালেই ফল মিলবে না। নিয়মিত অন্তত ৩০ দিন এই মিশ্রণ পান করলেই মিলবে প্রকৃত উপকার।

চলুন, দেখে নেওয়া যাক, কী কী উপকার পাওয়া যাবে নিয়মিত লেবুর পানি পান করলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক উজ্জ্বল রাখে

পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন খালি পেটে এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকও হয় উজ্জ্বল।

ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে

লেবুর পানি খেলে ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস ওজন কমাতেও সহায়ক।

হজম শক্তি বাড়ায় ও গ্যাসের সমস্যা কমায়

এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমে সহায়ক। যারা গ্যাস বা বদহজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই পানীয় উপকারী।

মুখ ও ত্বকের দুর্গন্ধ দূর করতে সহায়ক

লেবুতে থাকা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান মুখ ও ত্বকের দুর্গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে।

শরীরে পানির ভারসাম্য বজায় রাখে

লেবুর রস মেশানো জল পান করলে স্বাদে ভিন্নতা আসে, ফলে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করেন। এতে শরীর হাইড্রেটেড থাকে।

কিভাবে এই পানীয় গ্রহণ করবেন?

একটি বড় আকারের লেবুর রস এক গ্লাস গরম বা ঘরের তাপমাত্রার পানিতে মিশিয়ে খালি পেটে পান করতে হবে। তবে যারা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের এই পানীয় গ্রহণে সতর্কতা অবলম্বন করা উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম