সবুুজ বাংলাদেশ ডেস্ক:
ভারতে বিজেপির নরেন্দ্র মোদির সরকার যে শুধু দেশেই নয় বিদেশিক চাপেও ধুঁকছে তা এইবার স্পষ্ট হয়ে গেছে। এবার এমনই এক অভিযোগ উঠেছে খোদ নরেন্দ্র মোদির দল বিজেপির পক্ষ থেকে যা শুনে চমকে উঠবেন। ভারতের বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রই আর চাইছে না নরেন্দ্র মোদিকে।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিজেপি দাবি করেছে, এই ষড়যন্ত্রে গণমাধ্যম, তদন্তকারী সাংবাদিক ও বিরোধিনেতা রাহুল গান্ধীও জড়িত রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিবর্গও জড়িতের অভিযোগ উঠে। এই ষড়যন্ত্রের অর্থায়ন করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলে অভিযোগ করে বিজেপি।
বিজেপির মুখপাত্র সন্বিত পাত্র বলেন, ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা (ডিপ স্টেট)। ডিপ স্টেটের হয়ে কাজ করছে জর্জ সরোস নামে মার্কিন বিলিনিয়র। এই অভিযোগের পর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
বিজেপির দাবি, এই মামলা ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করা এবং ভারতীয় নেতৃত্বকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ।
বেশ কয়েকমাস থেকেই ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়ন চলছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক রাখাকে ভালোভাবে নেয়নি বাইডেন প্রশাসন। এই নিয়ে ভারতের বেশ কিছু কোম্পানিকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র অর্থ দপ্তর। এছাড়াও গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি যুক্তরাষ্ট্রে ২৬৫ বিলিয়ন ডলারের ঘুস কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর এই উত্তেজনার সূত্রপাত হয়। এটি মোদির অবস্থানকে একেবারে নড়বড়ে করে দেয়। গৌতম আদানির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মোদির। পারস্পারিক সহায়তায় লাভবান দুজনেই। তাই আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার পর মোাদিকে জেঁকে বসেছে বিরোধী দলগুলো।
সবা:স:জু- ৩০৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.