তারিখ লোড হচ্ছে...

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত

স্টাফ রিপোর্টার: 

ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক নয়াদিগন্ত স্টাফ রিপোর্টার, বাসসের ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজ ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০, ডিসেম্বর) সন্ধায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন খাঁন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন, ফকির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও নুর উল্লাহ কায়সার (বণিক বার্তা, দৈনিক স্টারলাইন), কোষাধ্যক্ষ তোফাফেল আহমদ নিলয় (দেশটিভি, খবরের কাগজ), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নিহারিকা), প্রচার সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন) ও মো. শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবি) প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যগণ হলেন শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), কিশান মোশাররফ (দৈনিক ফেনীর সময়), নূর তানজিলা রহমান ( সাপ্তাহিক স্বদেশ কন্ঠ)।

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পন করেছে। ২০১০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মর্যাদা প্রতিষ্ঠা করে আসছে সংগঠনটি। বর্তমানে জেলায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এটি।

 

সবা:স:জু-৩০৬/২৪

ঝিনাইদহের আদম ব্যবসায়ী সজলের খপ্পরে নিঃশ্ব শত শত পরিবার

স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার ধলোহারা ইউনিয়নের ধলোহাড়া গ্রামের একজন প্রতারকের নাম সজল কুমার বিশ্বাস।এই সজল কে ঝিনাইদহ বাসি এক নামে চিটার আদম ব্যবসায়ী হিসেবেই চিনেন।

সরে জমিনে খোঁজ নিয়ে জানা গেছে সজল কুমার বিশ্বাস সারা বাংলাদেশের কর্মহীন মধ্যে বয়সী যুবকদের টার্গেট করে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা।
আদম ব্যবসায়ী সজল কুমার বিশ্বাস এর পাতা ফাঁদে পা দিয়ে শত শত পরিবার বাড়িছাড়া হয়েছেন।যা সরেজমিনে এমন চান্চল্যকর তথ্য উঠে এসেছে।
ঝিনাইদহের মানবপাচারকারী ও প্রতারক চক্রের মূল হোতা সজল কুমার বিশ্বাস এক যুবককে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রতারণামূলক ভাবে একজন প্রবাসী ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। সে নিজেকে কখনো শিক্ষক, কখনো পুলিশ অফিস্যার, কখনো একজন রেভিনিঊ অফিসার বলে পরিচয় দিয়ে থাকেন।
মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সজল কুমার বিশ্বাস প্রবাসে লোক পাঠিয়ে সেই লোকদের জিম্মি করার মাধ্যমে বাড়িতে হিসেবে আরো ২/৩ লক্ষ টাকা না দিলে সে প্রবাসীদের শারিরীক ও মানুষিক নির্যাতন করেছে বলে কয়েকজন প্রবাসিদের সাথে কথা বলে জানা যায়।

মানব পাচারকারীরা প্রতারক চক্রের মূল হোতা সজলের স্থায়ী ঠিকানা ঝিনাইদহে হলেও তিনি নিজেকে বাঁচাতে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস করেন।
কয়েকটি তথ্য সূত্র থেকে জানা গেছে
ঝিনাইদহের মানব পাচারকারীরা সজল কুমার বিশ্বাস বিভিন্ন দরিদ্র লোকের কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের ভিতরে যারা মধ্যপ্রাচ্যের্য যেতে ইচ্ছুক, তাদের কাছ থেকে ২-৩ লাখ টাকা এবং যারা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের কাছ থেকে ৬-৭ লাখ টাকা ভুয়া কাগজপত্র দেখিয়ে সিন্ডিকেট এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। অনেক সময় ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর নিশ্চয়তা প্রদান করার জন্য ভূয়া কাগজ পত্র বানিয়ে হাতে ধরিয়ে দিয়ে অগ্রিম হিসেবে টাকা গ্রহন করতেন।। কিন্তু পরবর্তীতে ভুক্তভোগীরা কাগজ পত্র যাচাই করে দেখতেন প্রবাসে যাওয়ার জন্য ভিসাটি ভূয়া।তখন তারা বিদেশে যাওয়ার কোন প্রকার গতিবিধি না পেয়ে বার বার তাকে টাকা ফেরৎ এর জন্য তাগাদা দিলেও এ পর্যন্ত কাউকে টাকা ফেরত দেন নাই সজল কুমার বিশ্বাস ।
গত ২ বছরে পাসপোর্ট এবং অর্থ জমাদানকারী কোন ব্যক্তিকে বিদেশে পাঠাতে পারেন নাই মানব পাচারকারীরা ঝিনাইদহে চিটার নামে বেশ পরিচিত ব্যক্তি সজল কুমার বিশ্বাস ।
এই মানব পাচারকারীরা সজল কুমার বিশ্বাস এর নামে সারা বাংলাদেশে ২ ডর্জন এর উপরে মামলা চলমান রয়েছে বলে জানা যায়।……………..চলবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম