তারিখ লোড হচ্ছে...

জানুয়ারীতে সর্বোচ্চ সংখ্যক বই দেয়ার চেষ্টা চলছে

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

জানুয়ারির মধ্যে সব শ্রেণির শতভাগ বই দেওয়া সম্ভব না হলেও সর্বোচ্চ সংখ্যক দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ড. সালেহউদ্দিন জানান, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বাজার মূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠা-নামা করায় দেশের বাজারেও সব পণ্যর দাম এক সঙ্গে কমে না।

এদিকে, বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। বৈঠকে সার, এলএনজি, মসুরডাল, তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

সবা:স:জু- ৩২১/২৪

জবি প্রক্টরেরে উপর হামলার ঘটনায় জবিশিসের অবস্থান

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের প্রষ্টরের উপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্তম্ভিত। গতকালের ন্যাক্কারজনক ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ জরুরি ভিত্তিতে ৭ ডিসেম্বর সকাল ১১ টায় কার্যনির্বাহী কমিটির সভা করে গৃহীত সিদ্ধান্ত সমূহ অবহিতকরণ ও প্রষ্টরের উপর হামলার বিষয়ে শিক্ষক সমিতির অবস্থান জানানোর জন্য আজকে সংবাদ সম্মেলন আহবান করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রষ্টরের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির সিদ্ধান্ত ও কর্মসূচি সমূহ:

আগামীকাল ৮ জানুয়ারি দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হবে | বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করা এবং হামলা বিষয়ে শিক্ষকগণের উদ্বেগ উপাচার্যকে অবহিতকরণ | শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রষ্টরের সাথে দেখা করে সামগ্রিক বিষয় জানা ও সমিতির অবস্থান জানানো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা। দোষীদের বিচারের আওতায় আনার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবী জানানো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা। দোষীদের শাস্তি নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করা | বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড সরিয়ে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। কোনো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড শিক্ষকগণ মেনে নিবেন না।

শিক্ষক সমিতির সভাপতি বলেন “বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের উপর হামলা মানে পুরো বিশ্ববিদ্যালয়ের উপর হামলা। এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেনো এমন কোনো ঘটনা যেনো আর কখনো বিশ্ববিদ্যালয়ের কারো সাথে না হয়।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন ” মত এবং পথের পার্থক্য ব্যাতিরেকে সবার নিরাপত্তা দিতে শিক্ষক সমিতি সবার নিরাপত্তা চায়। আপোষহীন ভাবে আমরা শক্ত অবস্থানে থাকবো। আমরা গত ৫ তারিখে দায়িত্ব নিয়েছে এবং এর পরবর্তী বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা রাখবো। যৌক্তিক আল্টিমেটাম দিয়ে আমরা সুরাহার পথ বেছে নিবো। শিক্ষক সমিতি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী সকলের পক্ষেই কথা বলবে এবং দায়িত্বশীল পর্যায়ে অবস্থান করবে।

সবা:স:জু- ৬৯১/২৫

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান