তারিখ লোড হচ্ছে...

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে

স্টাফ রিপোর্টার: 

একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দায়িত্ব নিয়েছে। এটি এমন একটি  ঘটনা যা এর আগে কখনো ঘটেনি।

স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য লর্ড জেরিমাই পুরভিস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া এবং বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করাই অন্তবর্তী সরকারের মূল চ্যালেঞ্জ।

চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।

ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসার মাট চার্টার কোন কোন বিষয়ে অন্তবর্তী সরকার তাদের সাহায্য চায় জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণহত্যার বিচার বিষয়ে আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। গণঅভ্যুত্থানকে অনেকেই ঠিকমত ব্যাখ্যা করতে পারছে না। কিভাবে এত অল্প সময় এত বড় এক স্বৈরশাসকের পতন হলো তা মানুষ বুঝতে পারছে না। ফলে দেশের ভিতরে এবং বাইরে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। এই আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকেই অস্বীকার করার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের দীর্ঘদিন ধরে মানবাধিকার সংকট চলছে, মানুষ ভোট দিতে পারত না, কয়েক হাজার মানুষকে গুম করে ফেলা হয়েছে। একটা দমবন্ধ অবস্থার মধ্যে দেশের মানুষ ছিল। তাই মানবাধিকার রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জিপিজি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারকে সব রকম সহায়তার আশ্বাস দেন।

সবা:স:জু- ৩২৭/২৪

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

শনিবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে এ ঘটনা ঘটে। নিহত মো. ফজলে রাব্বি সুমনের বাড়ি ভোলায়। তার বাবার নাম মো. বশির।
মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মো. ফজলে রাব্বি সুমন। দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোন নিতে চাইলে তিনি ফোনটি দিতে অস্বীকৃতি জানান। এতে ছিনতাইকারী ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল ফোন নিয়ে চলে যান।

পরবর্তীকালে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যান, অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

language Change
সংবাদ শিরোনাম