তারিখ লোড হচ্ছে...

আসছে আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

স্টাফ রিপোর্টার:

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হচ্ছে, মনের কবি প্রেমের কবি আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”।
বইটি প্রকাশিত হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশনীর শোরুমে এবং বইমেলার স্টলে।
কবি আকাশমনির ৪র্থ কাব্যগ্রন্থ- স্বপ্ন ভাঙার শব্দ হয় না। কবিতাগুলোতে প্রেমের বহুরূপ ভাব বিধৃত হয়েছে। কবি শব্দ চয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। সরাসরি প্রেম ও তার রস আস্বাদন করতে পারবে পাঠকগণ। কবি তার শব্দের জালে বন্দি করে পাঠককে এক অলৌকিক জগতে নিয়ে যান। সেখানে হাসি-কান্না, দুঃখ-বেদনা, প্রেম-বিরহ আর মুগ্ধতায় মোহাচ্ছন্ন করে দেন কবি। কবি আকাশমনির শব্দ, বাক্য, উপমা, চিত্রকল্প কবিতার পাঠককে বিমোহিত করে। এক ধরনের শক্তির যোগান দেয়, যা প্রাণের তৃষ্ণা মিটায়। বইটির অন্য কবিতা পাঠের পূর্বেই বইটির নামই যেনো একটি কবিতা পাঠের তৃপ্তি দেয়। কল্পনার জায়গা করে দেয়। কী দারুণ অদ্ভুত অনুভূতির নাম- স্বপ্ন ভাঙার শব্দ হয় না। আমরা এমন কবিতাই চাই, যে কবিতা আমাদের পিপাসা মেটাবে। আমাদের আবেগ, আত্মউন্মোচন করবেন। এ গ্রন্থের কবিতাগুলো খুবই মনোমুগ্ধকর। প্রেম, প্রকৃতি, নারী, স্বদেশ, নদী, মাটি বারবার উচ্চারিত হয়েছে কবির কবিতায়।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ – মেঘঝরা দুপুরে, বৃষ্টির ছন্দে মাটির গন্ধে, ঈশ্বর এ পাড়ায় থাকে না।

মেঘনায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।                                                                                                                                                     দিবসটি উপলক্ষে (১৫ আগষ্ট, ২০২৩) মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (এমপি)। পরে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর সকল কর্মসূচি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে পর্বটি সমাপ্ত ঘোষণা করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম